শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সাংবাদিক মু. মহিউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র মুহাম্মদ হাসনাইন বিল্লাহ তাওয়াফ ৭ম বছরে পদার্পণ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন টিভি citynews24.tv প্রকাশক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ মহিউদ্দিনের জ্যেষ্ঠপুত্র মুহাম্মদ হাসানাইন বিল্লাহ তাওয়াফ ৭ ফেব্রুয়ারি-২২ ইংরেজি সোমবার সপ্তম বছরে পদার্পণ।
মুহাম্মদ হাসানাইন বিল্লাহ তাওয়াফ ৭ ফেব্রুয়ারি ২০১৫ সালে মোঃ মহিউদ্দিন ও বিবি জয়নব তানজুর ঘর আলোকিত করে সবার ভালবাসার মূর্ত প্রতীক হয়ে জন্মগ্রহণ করেন।

ছেলের ৭ম তম জন্মবার্ষিকীতে যারা স্নেহ, মমতা,আদর ,ভালবাসা জানান দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন ও তার প্রিয় সহধর্মিনী বিবি জয়নাব তানজু।

জন্মদিন উৎসবমুখর আর জাঁক জমকপূর্ণ ভাবে পালন না করলেও মহান রাব্বুল আলামীনের কাছে তাঁর পিতা-মাতার একটি ফরিয়াদ করেছেন আল্লাহপাক তাঁকে যেন নেক হায়াতের মাধ্যমে তাঁকে দীর্ঘআয়ু দেন। একই সাথে একজন আদর্শ বান নৈতিক চারিত্রিক সম্পন্ন সুশিক্ষিত মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে মনোনিবেশ করবেন এমনটা প্রত্যাশা তাঁদের।
এইজন্য সকল শুভাকাঙ্ক্ষী আর ভালোবাসার মানুষের কাছে তাঁর উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক মহিউদ্দিন ও বিবি জয়নাব তানজুসহ তাঁর পরিবারবর্গ ।

শেয়ার করুন