বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

“আমি” ডা: এ কে এম আশরাফুল করিম

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

দুটো অক্ষরের সমন্বয়ে গড়া ছোট একটি শব্দ আমি,

আমি বলতে যদিও মধুর লাগে,

তাই বলে কি আমি সত্যিই মধুর?

এখানে সেখানে সদা সর্বদা?

না না না,

কখনোই না,

কেননা সর্বদা আমি আমি

ডেকে আনে আমিত্ব

যা ডেকে আনে

শুধুই অহংকার,

আর এই অহংকার

তো পতনের অন্যতম মূল,

তা কেন শুধু আমি আমি,

সময় হয়েছে এবার

চলুন

কাঁধে কাঁধ মিলিয়ে

দৃপ্ত শপথে বলি

কখনোই আর আমি আমি নয়,

প্রতিটি কাজে প্রতিটি প্রাপ্তিতে প্রতিটি মুহূর্তে আসুন প্রত্যেকেই

এক বাক্যে বলি

আর

আমি আমি নই,

এখন থেকে বলিব মোরা আমরা আর আমরা।

(ডাক্তার এ কে এম আশরাফুল করিম,উপপরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল)

শেয়ার করুন