শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস পালিত

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস পালন করা হয়। এ উপলক্ষে অদ্য ১৫/০২/২০২৩ তারিখ হাসপাতালের লেকচার গ্যালারীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক আজাদী পত্রিকার চীফ রিপোর্টার হাসান আকবর। অনুষ্ঠানে শিশুদের চোখের ক্যান্সারের বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনএসবি (পাহাড়তলী চক্ষু হাসপাতালের) চক্ষু ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সোমা রানি রায় এবং শিশু ক্যান্সারের বিষয়ে আরেকটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক (ডাঃ) ইন্দিরা চৌধুরী। এবারের আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো – ‘Better Survival’ is achievable # through their hands “Right care at the right time by the right team”. অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আলী আহমদ বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ছোট একটি হাসপাতাল থেকে আজ চট্টগ্রামের অন্যতম একটি বিশাল হাসপাতাল হিসেবে পরিনত হয়েছে। এই হাসপাতালের শুরু থেকে আজ পর্যন্ত যারা হাসপাতালের উন্নয়নে অবদান রেখেছে তিনি কৃতজ্ঞতার সাথে সবাইকে স্মরণ করেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল অদূর ভবিষ্যতে বাংলাদশের অন্যতম মহা চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচালিত হবে। করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছে তার জন্য চট্টগ্রামবাসী আজীবন আপনাদের স্মরণ রাখবে। আমি ও আমার পরিবারও করোনাকালে আপনাদের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি। তিনি চট্টগ্রামের বিজনেস ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ^াস প্রদান করেন। বিশেষ করে ক্যান্সার হাসপাতালের জন্য তিনি চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ অতিথি জনাব হাসান আকবর বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আমার প্রাণের একটি প্রতিষ্ঠান। আমি নিজে মা ও শিশু হাসপাতালকে কখনো আলাদা করে ভাবিনি। তিনি করোনাকালে মা ও শিশু হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট  সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডাঃ) মোঃ জালাল উদ্দিন, অনকোলজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক (ডাঃ) শেফাতুজ্জাহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ ফজল করিম বাবুল,  মোঃ হারুন ইউসুফ, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, প্রফেসর অলক নন্দী, প্রফেসর সিরাজুন নুর, প্রফেসর আবদুল কাইয়ুম চৌধুরী, প্রফেসর আ ম ম মিনহাজুর রহমান, প্রফেসর অলক কান্তি বিশ^াস, অ্যাসোসিয়েট প্রফেসর মোজাম্মেল হক শরিফি, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) আইসিএইচ ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ১৫ জন শিশু ক্যান্সার সারভাইবার রোগী ও তাদের অভিভাবক অংশ গ্রহণ করেন। তাদেরকে হাসপাতালের পক্ষ থেকে বিশেষ উপহার দেয়া হয়। এ উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আজরা জামাল।

শেয়ার করুন