শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

আগামী ২০শে মে গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের নির্বাচন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত বাঁশখালীর গণমুখী কার্যক্রমের জাগরণ সৃষ্টিকারী সংগঠন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২০শে মে ২৩ ইং শনিবার চট্টগ্রামস্থ কেসিদে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন।প্রতি তিন বছর পর পর নির্বাচনের মধ্য দিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সামাজিক সংগঠনটির পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

১২ টি সম্পাদকীয় পদের মধ্যে মূলত ২ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।নির্ধারিত ফরমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে ইতিমধ্যে নির্বাচন কমিশন বরাবর জমা দিয়েছেন উল্লেখিত পদের প্রার্থীরা।এরই প্রেক্ষিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সভাপতি পদে রুহুল আমিন চৌধুরি সাইমুন ও এনামুল হক সিকদার মানিক,এবং সাধারণ সম্পাদক পদে মাওলানা নুরুল হক সিকদার ও মো:ফরিদুল ইসলাম  ।

প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনীয় আমেজ। ইতিমধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা পৃথক পৃথকভাবে নির্বাচনীয় ইশতেহারে নানান প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ঘোষণা দিয়েছেন বিজয় হলে করবেন সংগঠনের উন্নয়ন।

স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের যাচাই-বাছাই ও বৈধতা সাপেক্ষে উল্লেখিত ব্যক্তিগণ আগামী ২০শে মে শনিবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে,সব ঠিকঠাক থাকলে ১১০ ভোটের অনুকূলে ৫টি পদের ২০ মে ২৩ ইং শনিবার দুপুর ১২.৩০ মি : ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩.৩০ পর্যন্ত চলবে ভোটগ্রহণ বলে জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদের বলেন সংগঠন একটি সামাজিক প্রক্রিয়া। প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের এক বা একাধিক উদ্দেশ্য ও লক্ষ্য থাকে।গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের মূল লক্ষ্য ভাতৃত্ববোধ,আত্মার উন্নয়ন,নৈতিক শিক্ষায় সমাসবদ্ধ বসবাস এবং এলাকা ও দেশের অগ্রগতি।সুনির্দিষ্ট মহৎ লক্ষ্য অর্জনের জন্য ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম। সংগঠনটি হাটি হাটি পা করে আজকে ১১ বছরে পদার্পণ করেছে।অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশীদারিত্বে সহিত অংশগ্রহণে সংগঠনটি একটি মজবুত প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে সকলের সমবেত কর্মপ্রচেষ্টায় তার লক্ষ্য-উদ্দেশ্যের কক্ষপথে সগৌরবে প্রতিষ্ঠিত। ফলে অনেকের মাঝে অনুপ্রেরণা ও সৃষ্টি হয়েছে।
তাই যুগোপযোগী বাস্তবতার নিরিখে সবার মধ্যে সংগঠনের নেতৃত্ব দেওয়ার মনোবল ও সৃষ্টি হয়েছে এটি সংগঠনের জন্য একটি ভালোদিক।
সংগঠনের সদস্যদের জ্ঞান গ্রহণযোগ্য মতামতাই সাংগঠনিক মৌলিক শক্তি।ভোটারদের চেতনাবোধই সংগঠনের চালিকাশক্তি।যেহেতু সম্পূর্ণ গণতন্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে,ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে বেছে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ ও সৃষ্টি হয়েছে।যাদের মাধ্যমে সংগঠনের গণমুখী কার্যক্রম প্রতিষ্ঠিত হবে মূলত ভোটাররা তাদের কে বিজয়ী করবেন বলে প্রত্যাশা তার।

 

সর্বশেষ গত ১৫ মে ২০২৩ ইংরেজি নির্বাচন প্রস্তুতিমূলক গৃহীত মূলক সিদ্ধান্তের আলোকে ২০শে মে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সদস্যদের উপস্থিতি ও হাজিরা খাতার স্বাক্ষরের সময় সকাল ১০টা থেকে ১০.৩০ মি মধ্য, সাধারণ সভা ও সংগঠনের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পাঠ সকাল ১০.৩০ মি ১২ টা পর্যন্ত, প্রয়াতদের রুহের মাগফেরাতের দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে ১২.১ থেকে ১২.১০ টায়, নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত বিধি নির্দেশনামূলক বক্তব্য ১২.১১ থেকে ১২.৩০ মি টায় (সাড়ে বারোটা) ,ভোটগ্রহণ ১২.১ থেকে শুরু হয়ে চলবে বিকেল ৩.৩০ মি (সাড়ে তিনটা) পর্যন্ত,দুপুর ১.২০ মি থেকে ৩.৩০ মধ্যে মধ্যহ্নভোজ ও বিকেল ৪.০০ নির্বাচনের ফলাফল ঘোষণা মধ্য দিয়ে ৪.১০ সভা ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন করবেন। নির্বাচন কমিশনের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্র জানাযায় বাকি দশটি পদে একক প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন শেষে ঘোষণ করা হবে।

মনোনয়ন পত্র যাচাই-বাছাইয় থেকে শুরু করে নির্বাচন চলাকালীন ও ফলাফল প্রকাশ করা পর্যন্ত যাবতীয় কার্যক্রমে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে হাসান মুরাদ চৌধুরী (উপদেষ্টা) ও নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন সিকদার (উপদেষ্টা) ও মোঃ জাহাঙ্গীর আলম ( উপদেষ্টা)।

শেয়ার করুন