শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

কর্ণফুলী নদীতে ‘বাংলার জ্যোতি’ তেলবাহী জাহাজে আগুন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ক্রুড অয়েলবাহী এমটি বাংলার জ‍্যোতি জাহাজে বিস্ফোরণ ঘটেছে।

আজ (সোমবার) সকাল ১১টার দিকে ক্রুড অয়েল খালাসকালে জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়। আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ বলেন, কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বাংলার জ্যোতি জাহাজে আগুন লেগেছে। জাহাজের সবাই নিরাপদে নেমে গেছেন। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার পর জাহাজ থেকে বের হওয়া কালো ধোঁয়ার কুণ্ডলিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জাহাজের সবাই নিরাপদে বের হয়ে আসায় স্বস্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমটি বাংলার জ্যোতি বেশ পুরানো ট্যাংকার। জাহাজটি বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার থেকে ক্রুড অয়েল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছানোর কাজ করে।

ঘটনার ব‍্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শেয়ার করুন