শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

কক্সবাজার পৌরসভায় দুদকের অভিযান

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

কক্সবাজার পৌরসভায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। বিশেষ করে সড়কবাতি প্রকল্পে নিম্নমানের সরঞ্জাম ক্রয়ের বিষয়ে গুরুতর অভিযোগ পাওয়ার পরই এই অভিযান চালানো হয়। দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানের শুরুতেই মেয়রের কক্ষে তল্লাশি চালানো হয়। পরে পৌরসভার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী এবং হিসাব রক্ষকের কক্ষ থেকেও কিছু কাগজপত্র জব্দ করা হয়।
সহকারী পরিচালক অনিক বড়ুয়া জানান, অভিযানে সিন্ডিকেট তৈরি করে ভুয়া প্রকল্প ও বিল ভাউচার তৈরি, মাস্টাররোলে কর্মচারী দেখিয়ে প্রকল্প তৈরি এবং ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, দৈনিক রাজস্ব আয় থেকে টাকা গায়েব করার এবং অধীনস্থ কর্মচারীদের জিম্মি করে রাখার অভিযোগও উঠে এসেছে। সাবেক মেয়রদের বিরুদ্ধে ভুয়া বিল পাশ করারও অভিযোগ রয়েছে।

এছাড়া এ ঘটনায় কাগজপত্র জব্দ করা হয়েছে এবং এখন যাচাই-বাছাই করে প্রতিবেদন প্রস্তুত করা হবে বলেও জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।

শেয়ার করুন