শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

পেকুয়ায় ট্রাফিক পুলিশ সেবা চালু

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সড়কে যানজট নিরসনের লক্ষে জেলা পুলিশের উদ্যোগে প্রথম বারের মতো ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে কক্সবাজারের পেকুয়ায়। এতে যানযট নিরসন ও সড়ক দূর্ঘটনা রোধের পাশাপাশি যাতায়াত সুবিধা পাবে পাঁচ উপজেলার ১০ লক্ষাধিক মানুষ।

জানাগেছে,পেকুয়া,চকরিয়া,মেহেশখালী-কুতুবদিয়া ও বাঁশখালীবাসীর যাতায়াত সুবিধার্থে পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপি-৭৫৯৯০৪২৯৮৮)কে জনস্বার্থে পেকুয়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিয়োগ দেওয়া হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত স্মারকে গত ১০ জানুয়ারি এ নিয়োগ প্রদান করা হয়েছে।

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল যানজট, পেকুয়া থানার পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মহোদয়কে যানজট নিরসনের বিষয়ে অবগত করা হলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে পেকুয়ায় স্থায়ীভাবে একজন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) নিয়োগ দিয়েছেন। তিনি আরোও বলেন, নিয়োগ প্রাপ্ত পুলিশ পরিদর্শকের অধিনে একটি টিম পেকুয়ায় যানজট নিরসনে কাজ করবে। চাহিদা অনুসারে আরও জনবল বাড়ানো হবে।
নিয়োগ প্রাপ্ত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পেকুয়াকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের যাত্রায় পেকুয়ার সকল জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন