শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

নগরীর নেভি হাসপাতাল গেট এলাকার ফুটওভারব্রিজ মরণফাঁদ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডস্থ নেভি হাসপাতাল গেট এলাকায় ফুট ওভারব্রিজ এখন চলাচলের অনুপযোগী…! সংযোগ পথটি বৃষ্টি ও উন্নয়ন কাজে নষ্ট হবার পর কেউ আর ফুটপাতের সাথে যুক্ত করেন নি।

ফলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, পথচারী ও জনসাধারণ অনেক ক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে ফুট ওভারব্রিজ থেকে নামতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন প্রতিনিয়তই।

অতি নিকটে একটি হাইস্কুল, হাসপাতাল, নাবিক কলোনি, একটি মাদ্রাসা ও মাতৃসদন ক্লিনিক, একটি সুবিশাল জামে মসজিদ, দুটি কবরস্থান সহ ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠানের লোকজন এই ফুটওভারব্রিজ দিয়ে নিত্য চলাচল/ রাস্তা পারাপার করে।
এছাড়াও অতি সম্প্রতি কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে হাসপাতাল গেট পূর্ব পাশ দিয়ে মাজার বাড়ি, বন্দরটিলা থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত হাঁটু পানিতে ডুবে গিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হবার দৃশ্য দেখা যাচ্ছে।অতিদ্রুত এই ফুটওভারব্রিজ টি সংস্কার এবং সংযোগ সড়ক পথ মেরামত করে জন-জীবনের গতিপথ সচল রাখতে যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।লাফ দিয়ে চলাচল: হাসপাতাল গেট এলাকার ফুটওভারব্রিজ এখন মরণফাঁদ….!

নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডস্থ নেভি হাসপাতাল গেট এলাকায় ফুট ওভারব্রিজ এখন চলাচলের অনুপযোগী…! সংযোগ পথটি বৃষ্টি ও উন্নয়ন কাজে নষ্ট হবার পর কেউ আর ফুটপাতের সাথে যুক্ত করেন নি।
ফলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, পথচারী ও জনসাধারণ অনেক ক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে ফুট ওভারব্রিজ থেকে নামতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন প্রতিনিয়তই।

অতি নিকটে একটি হাইস্কুল, হাসপাতাল, নাবিক কলোনি, একটি মাদ্রাসা ও মাতৃসদন ক্লিনিক, একটি সুবিশাল জামে মসজিদ, দুটি কবরস্থান সহ ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠানের লোকজন এই ফুটওভারব্রিজ দিয়ে নিত্য চলাচল/ রাস্তা পারাপার করে।এছাড়াও অতি সম্প্রতি কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে হাসপাতাল গেট পূর্ব পাশ দিয়ে মাজার বাড়ি, বন্দরটিলা থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত হাঁটু পানিতে ডুবে গিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হবার দৃশ্য দেখা যাচ্ছে।অতিদ্রুত এই ফুটওভারব্রিজ টি সংস্কার এবং সংযোগ সড়ক পথ মেরামত করে জন-জীবনের গতিপথ সচল রাখতে যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।

শেয়ার করুন