পটিয়া উপজেলার বেলখাইন-কর্তালায় অবস্থিত আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপাঠাগারে উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ২৬ সেপ্টেম্বর ২০২৫ইং, শুক্রবার, বিকেল ৪টায় পাঠাগার সভাপতি কনক বড়ুয়ার সভাপতিত্বে পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম- এর চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, পটিয়া উপজেলার তথ্য অফিসার মো. রহমত উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক, জুবাইরুল আলম মানিক, বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক মুহাম্মদ মুসা খান, পূর্বধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি জ্যোতি বড়ুয়া জনি, বক্তব্য রাখেন পাঠাগারের পরিচালক ও মাসিক শিক্ষা অন্বেষা সম্পাদক মো. জসীম উদ্দিন চৌধুরী, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, পাঠাগারের সাবেক সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আকবর চৌধুরী সেলিম প্রমুখ।
সভায় প্রধান অতিথি “আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপাঠাগারের” কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, পটিয়ার গ্রামীণ জনপদে শিক্ষা ও সমাজ পরিবর্তনের বাতিঘর হিসেবে ভূমিকা রাখছে এই পাঠাগার। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০২ সাল থেকে অত্র জনপদে মেধাবী কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অসামান্য অবদান রেখে যাচ্ছে। স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা যেন মোবাইলের প্রতি আকৃষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য অভিভাবকের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী, বেলখাইন ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রশিদ, পাঠাগারের স্থায়ী সদস্য মো. জাহাঙ্গীর চৌধুরী, পৃষ্ঠপোষক সদস্য মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি বিপ্লব বড়ুয়া, সাধারণ সম্পাদক আলী আকবর চৌধুরী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রূপম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক এম. মঈন উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রিজুয়ানুল হক রিপন, সহ- প্রকাশনা সম্পাদক মো. ইমরান উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক রাশেদ চৌধুরী, প্রচার সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী এম. এয়াকুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ওয়াসিম, সমাজ কল্যাণ সম্পাদক জিতু বড়ুয়া, কার্যকরি সদস্য বিষু বড়ুয়া, রনি বড়ুয়া, মো. জিয়া উদ্দিন বাবলু, মো. তানজীম, মো. ইফতেখার চৌধুরী তাসিন ও মো. আলিফ উর রহমান। আরও উপস্থিত ছিলেন শিক্ষক প্রদীপ বড়ুয়া, স্থায়ী সদস্য আলমগীর চৌধুরী হেলাল, স্থায়ী সদস্য আহসান চৌধুরী বেলাল। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও শিক্ষা সামগ্রী প্রদান ও নব- নির্বাচিত কমিটির সদস্যদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অভিষিক্ত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঠাগারের দপ্তর সম্পাদক ও স্থায়ী সদস্য মো. রাশেদ চৌধুরী।












