সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবচেতনা পত্রিকার ৩০ বছরে পদার্পণ

 

সারা দেশের ন্যায় চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে দৈনিক নবচেতনা পত্রিকা ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক নবচেতনার সিনিয়র রিপোর্টার আমিনুল হক শাহীনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জামালখান ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন। প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাতকানিয়া পৌরসভার মেয়র জোবায়ের।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম মেট্রো পিবিআই কর্মরত ওসি আবু জাফর মো.ওমর ফারুক, মো.সালাউদ্দিন রানা,বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ চট্টগ্রাম বিভাগের সভাপতি বেলাল হোসাইন, চট্টগ্রাম বন্দর উন্সম্যান ক্রেন অপারেটর কল্যাণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন মিজান, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে সাগর,ফটো সাংবাদিক মো.আলাউদ্দিন
সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, সাংবাদিক শাহারিয়ার রিপন, সাহিদুল ইসলাম মাসুম প্রমুখ।

উদ্বোধের বক্তব্য শৈবাল দাস সুমন বলেন দৈনিক নব চেতনার নতুন চেতনা শক্তি ছিল বলেই বিগত ২৯ বছর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ভবিষ্যতে দেশের উন্নয়ন ভালো ভালো সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নবচেতনা পরিবার কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন।

অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ওসি আবু জাফর মোহাম্মদ ফারুক বলেন পত্রিকা হচ্ছে জাতির বিবেকের দর্পণ।জাতির কাছে সত্য তুলে ধরার একমাত্র মাধ্যম হচ্ছে পত্রিকা তাই যারা মাঠে ময়দানে কাজ করে তাঁরা সত্য সংবাদ তুলে এনে জাতির সামনে উপস্থাপন করলেই মানুষ সত্য টা জানবে। পক্ষপাত তুষ্ট সংবাদ পরিবেশন করলে পত্রিকার সুনাম বৃদ্ধি পাবে না তাই সত্য সংবাদ তুলে আনলে পত্রিকার সুনাম বহুলাংশে বৃদ্ধি পাবে। সত্য ও ন্যায়ের পক্ষে নব চেতনার স্লোগান, ভবিষ্যতেও কাজের মাধ্যমে এই স্লোগান বাস্তবিক অর্থে প্রকাশ করবেন বলে প্রত্যাশা রাখেন।

শেয়ার করুন