বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার আমার দেশকে বিশ্ব বাজারে রিপ্রেজেন্ট করে

কক্সবাজারে সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য কলঙ্কিত হোক চায়না ভ্রমণ পিপাশু স্বদেশী মানুষসহ ভিনদেশীরাও।
তাইতো ভ্রমণবিলাসী মানুষেরা রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ভিন্নমাত্রায়।
কেমন প্রাকৃতিক সৌন্দর্য চায় এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
সংগৃহীত হুবহু পোস্টটি হল “অনেককেই দেখছি বয়কট কক্সবাজার লিখে হ্যাশট্যাগ লাগিয়ে নিজের টাইমলাইন সয়লাব করে ফেলেছেন।
কেউ কেউ আবার কয়েকধাপ এগিয়ে অন্তত আগামী ছয়মাস (০৬) কক্সবাজারের সমুদ্রজলকে হারাম ঘোষনা করেছেন এবং অন্যদেরকেও এই গল্প কপি পেস্ট করে ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহবান জানিয়েছেন। এতে অনেকেই সাড়াও দিয়েছেন। উদ্দেশ্য একটাই একটা নিরাপদ, সুসজ্জিত, সুন্দর অবকাশকেন্দ্র হিসেবে দেখতে পাওয়া। হ্যাঁ বিষয়টি যৌক্তিক।
আবার এই বিষয়টিও মাথায় রাখতে হবে এই কক্সবাজার আমার দেশকে বিশ্ব বাজারে রিপ্রেজেন্ট করে। অত্যন্ত দুঃখজনক এমন একটি প্রাকৃতিক সমুদ্র সৈকত নানাভাবে অবহেলিত, অত্যাচারিত।
শুধু যদি অবকাশ যাপনের কেন্দ্র হিসেবে দেখি, আমাদের দেশ আইনগতভাবে সেক্স টুরিজম প্রমোট করেনা তবে অনেকেই এই হীন উদ্দেশ্য নিয়েও কক্সবাজারে ভ্রমন করেন, অবাধ যৌনকেন্দ্র নয় এই কক্সবাজার, নয় কোন মাদকদ্রব্য চোরাচালানের সহজলভ্য রুট  অথবা রোহিঙ্গাদের অবাধ বিচরনভূমি।
হ্যাঁ আমিও আপনাদের দাবীর সাথে একাত্মতা ঘোষনা করছি কারন আমারও পরিবার পরিজন নিয়ে সমূদ্রকন্যা কক্সবাজার পরিভ্রমণের রয়েছে আকুল আগ্রহ তবে আপনি আমি যদি গনহারে বয়কট কক্সবাজার লিখে হ্যাশট্যাগ দিতে থাকি তবে আন্তর্জাতিক পরিমন্ডলে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুন্ন করছি না?
সমস্যার সমাধান চাই, শাস্তি চাই প্রকৃত অপরাধীদের,সুস্থ বিনোদন কেন্দ্র হয়ে উঠুক এই রুপের রানী পাহাড় ও নীল জলরাশিতে পরিপূর্ণ আমাদের প্রিয় ভূখন্ড দরিয়ানগর কক্সবাজার।
কষ্ট লাগে তখন যখন কোন কোন সেলিব্রেটি হয়তো ট্রেন্ডকে ফলো করতে গিয়ে নিজের টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে বসেন ” পৃথিবীর দীর্ঘতম অনিরাপদ সমুদ্র সৈকত”।
আসুন দেশটাকে মনে প্রানে ভালোবাসি
ভালোবাসি প্রিয় কক্সবাজারকে।
হুজুগে হওয়া থেকে বিরত থাকি;
রয়ে, সয়ে সবার উপরে দেশটাকে আপন ভাবতে শিখি।
আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে চাই সহমত পোষণে ভ্রমণবিলাসী পর্যটক মুহাম্মদ শওকত হোছাইন ও তাঁর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সংগৃহীত  পোস্ট শেয়ার করে এমনটাই আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন  প্রবীণ আ‌লেম মঞ্জুর আহমদ আর নেই
শেয়ার করুন