বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর চাচা কবির আহমদ চৌধুরী আর নেই

 

বাঁশখালী সাত নম্বর সরল ইউনিয়ন পরিষদের  চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জালিয়া ঘাটার বাসিন্দা মরহুম গোলাম সোবহান চৌধুরীর সুযোগ্য পুত্র ও চট্টগ্রামের ১৬ আসন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি চাচা কবির আহমদ চৌধুরী (প্রকাশ কবির চেয়ারম্যান) ১১ জানুয়ারি ২২ ইংরেজি মঙ্গলবার দুপুর ০৩.২২ ঘটিকার সময় চট্টগ্রামস্থ মিঁয়া খাঁন নগর নিজ বাসয় ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

আজ বাদে ইশা কালামিয়া বাজার দোতলা জামে মসজিদ সংলগ্ন প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আগামীকাল বাদে যুহর বাঁশখালী জালিয়া ঘাটা নিজ বাস ভবন সংলগ্ন মাটে দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম।

কর্মবীর মোহাম্মদ কবির আহমদ চৌধুরীর মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এলাকা ও এলাকার বাই‌রে বি‌শিষ্ঠ ব্য‌ক্তি , বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ তাঁর শুভাকাঙ্খীদের মাঝে।

শোক বার্তা জ্ঞাপন ক‌রে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, বাঁশখালীর ১৬ আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী , গন্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম), গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম’র সভাপতি নুরুল মোহাম্মদ কাদের, সাধারণ সম্পাদক নুরুল হক সিকদার, উপদেষ্টা হাসান মুরাদ চৌধুরী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অফিসার ফিরোজ উদ্দিন চৌধুরী, এনামুল হক সিকদার,সহ সংগঠনের সকল স্থানের নেতৃবৃন্দ ও বি‌শিষ্ঠ ব‌ক্তিবর্গ ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । তিন ছে‌লে ও ৫ কন্যা সহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন।

শেয়ার করুন