বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কদম মোবারক মুসলিম এতিমখানার শিক্ষার্থী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সোমবার ২৪ জানুয়ারী- ২২ ইংরেজি  নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে বিকাল ৪টায় সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে ও এম নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শামসুল হক।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী বাচ্চু, সহ-সভাপতি শফিউল করিম চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, সংগঠনের পৃষ্ঠপোষক ইব্রাহিম হোসেন বাবুল, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ মোনায়েম, মো: আসিফ ইকবাল, নাজিম উদ্দীন, রতন ঘোষ প্রমুখ।
সভায় প্রধান অতিথি এস এম মোরশেদ হোসেন বলেন সমাজের সকল সামর্থবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা মোকাবেলায় ভূমিকা রাখার অনুরোধ করেন।
শেয়ার করুন