নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আওতাধীন ৪১টি ওয়ার্ডের থানা ও ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আসন সাংসদদের নিয়ে আগামী ২০
-২১শে জুন কেন্দ্রীয় আওয়ামী লীগের দু’দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।এর প্রস্তুতি হিসেবে ১৭ জুন বৃহস্পতিবার বিকালে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করেছে।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আমাদের মধ্যে প্রথম শর্ত দলকে সুসংগঠিত করা। সমালোচনা নয়,পারস্পরিক আলোচনাতেই সংগঠন পরিশুদ্ধ ও শক্তিশালী হবে।কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মেয়াদ উর্ত্তীণ তৃণমূল স্তরের কমিটিগুলোকে পুর্নগঠিত করে মহানগরে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং কেন্দ্রের নির্দেশনা থেকে মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে আমরা প্রস্তুত আছি।
অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এম.পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।
এতে সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ, সাংসদ দিদারুল আলম, সাংসদ ও মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ ডা: মো: আফছারুল আমীন, সাংসদ এম এ লতিফ সহ সংশ্লিষ্ট থানা এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত থাকবেন।