বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক মু. মহিউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র মুহাম্মদ হাসনাইন বিল্লাহ তাওয়াফ ৭ম বছরে পদার্পণ

দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন টিভি citynews24.tv প্রকাশক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ মহিউদ্দিনের জ্যেষ্ঠপুত্র মুহাম্মদ হাসানাইন বিল্লাহ তাওয়াফ ৭ ফেব্রুয়ারি-২২ ইংরেজি সোমবার সপ্তম বছরে পদার্পণ।
মুহাম্মদ হাসানাইন বিল্লাহ তাওয়াফ ৭ ফেব্রুয়ারি ২০১৫ সালে মোঃ মহিউদ্দিন ও বিবি জয়নব তানজুর ঘর আলোকিত করে সবার ভালবাসার মূর্ত প্রতীক হয়ে জন্মগ্রহণ করেন।

ছেলের ৭ম তম জন্মবার্ষিকীতে যারা স্নেহ, মমতা,আদর ,ভালবাসা জানান দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন ও তার প্রিয় সহধর্মিনী বিবি জয়নাব তানজু।

জন্মদিন উৎসবমুখর আর জাঁক জমকপূর্ণ ভাবে পালন না করলেও মহান রাব্বুল আলামীনের কাছে তাঁর পিতা-মাতার একটি ফরিয়াদ করেছেন আল্লাহপাক তাঁকে যেন নেক হায়াতের মাধ্যমে তাঁকে দীর্ঘআয়ু দেন। একই সাথে একজন আদর্শ বান নৈতিক চারিত্রিক সম্পন্ন সুশিক্ষিত মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে মনোনিবেশ করবেন এমনটা প্রত্যাশা তাঁদের।
এইজন্য সকল শুভাকাঙ্ক্ষী আর ভালোবাসার মানুষের কাছে তাঁর উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক মহিউদ্দিন ও বিবি জয়নাব তানজুসহ তাঁর পরিবারবর্গ ।

শেয়ার করুন