চট্টগ্রাম বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহ নিহত দুই শিশু মিনহাজ ও রূহির পরিবারকে খাদ্য সামগ্রী ,শীতবস্ত্র ও নগদ ৪০ হাজার অর্থ সহায়তা প্রদান করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।
অগ্নিকাণ্ডে নিহত ২ শিশু ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে যান বাঁশখালী উপজেলা নির্বাহি অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশীদ চৌধুরী, ইউপি সদস্য হারুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোমবার দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহার ঘোনা আশিঘর পাড়া আব্দুস সামাদ মাঝির বড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার সিরাজুল ইসলামের পুত্র মুহাম্মদ ইদ্রিসের বসতঘর পুড়ে ছাই হয়, এসময় ঘুমন্ত অবস্থায় শিশু মিনহাস ও রুহিমনি নামের দুই শিশু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, আগুনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অগ্নিকাণ্ডের নিষ্ঠুরতায় দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : ১০২