শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

গণ্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের গুণীজন স্মরণ সভা আগামী ১৯ ডিসেম্বর

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গুণী ব্যক্তির স্মরণ সভা ও মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আগামী ১৯ ফেব্রুয়ারি-২২ ইংরেজি শনিবার গন্ডামারা বড়ঘোন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি নুরুল মোহাম্মদ কাদের ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক সিকদার।
গুণী ব্যক্তির স্মরণ সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত ১৯ ডিসেম্বর পরে ১৫ জানুয়ারি -২২ ইং  অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়াতে
সরকারি নিদর্শনা মোতাবেক ১৩ই জানুয়ারি ২০২২ খ্রি. থেকে সকল প্রকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ থাকায় পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক  স্মরণসভা ও মরণোত্তর সম্মাননা স্মারক অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভব কিছুটা প্রশমিত হলেই সংগঠনটি প্রথমবারের মতো ২০২১ সাল-পরবর্তী সময়কালীনে গণ্ডামারা ইউনিয়ন থেকে যেসব গুনীজন মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্য থেকে ৬ গুণী ব্যক্তিদেরকে নিয়ে স্মরণ সভা ও মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।
এবারে যেসব গুণীজনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হবে তাঁরা হলেন মাস্টার আব্দুল খালেক চৌধুরী, মুফতি আব্দুস সামাদ সিকদার, মাওলানা ফরিদুল আলম, মোক্তার আহমদ মেম্বার ও পুলিন বিহারী সুশীল।
সংগঠনের সভাপতি নুরুল মোহাম্মদ কাদেরের  সভাপতিত্বে গুণী ব্যক্তির স্মরণ সভা ও মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, মুখ্য আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর মোঃ ফরিদ উদ্দিন ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলা নির্বাহি অফিসার সাইদুজ্জামান চৌধুরী, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসনা হেনা চৌধুরী ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন সহ ইউনিয়ন ও ইউনিয়নের বাইরের বিশিষ্ট শিক্ষানুরাগী, ছাত্র সমাজ, গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এ বিষয়ে সংগঠনের সভাপতি নুরুল মুহাম্মদ কাদের জানান গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম ২০১২ সালে প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত শিক্ষা নৈতিকতা অসম্প্রদায়িক চেতনা সুন্দর সমাজ বিনির্মাণে লক্ষ্যে কাজ করার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মূলত এসব কাজের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ৬ গুণীজনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে।এটি একটি চলমান প্রক্রিয়া ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখে আরও বিশিষ্ট গুণীজনদের কে সম্মাননা স্মারক প্রদান করা হবে ।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক সিকদার বলেন গুণীজনদের সম্মান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। যে দেশে গুণীজন কদর করে না সেদেশে গুণীজন সৃষ্টি হয় না। ইতিমধ্যে সংগঠনটি নানাবিধ কর্মকাণ্ডে বেশ প্রশংসা অর্জন করেছে ভবিষ্যতেও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে এই সংগঠনটি মানুষের পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের ২০১২ সালে অগ্রযাত্রা ।জলবায়ু পরিবর্তনের ফলে বাঁশখালী খাটখালি নৌ বন্দর এলাকায় বেড়িবাঁধ নির্মাণ, পশ্চিম বাঁশখালী হোক দ্বিতীয় সমুদ্র সৈকত এই শ্লোগানে জনসচেতনামূলক কর্মসূচি,এলাকায় অসহায় গরীব মানুষদের কে বিভিন্ন হাসপাতালে ভর্তির মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করন, যুব ছাত্র সমাজকে অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখার নিমিত্তে ক্রীড়ামুখী করার লক্ষ্যে গোল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন, করোনাকালীন বিপর্যয় সময়ে জনসচেতনতার লক্ষ্যে মাক্স বিতরণ সহ
এলাকার শিক্ষিত বেকার যুবকদের কে বিভিন্ন প্রতিষ্ঠা চাকরি সহায়তা করার মতো নানা বিধ কর্মকাণ্ডে বেশ প্রশংসিত হয়েছে সংগঠনটি।
শেয়ার করুন