বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বই বিতরণ উৎসবের ব্যতিক্রম উদ্যোগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ১৭ ই মার্চ এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীদের সত্যিকারের আনন্দ দিতে গল্প, ছড়া আর কবিতার বই বিনামূল্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বই বিতরণ উৎসব-২০২২ ।

ফেব্রুয়ারী মহান ভাষার মাসে ঢাকা-চট্টগ্রামসহ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয় এসব মেলায় পাঠক-দর্শক লেখক প্রকাশক ক্রেতা বিক্রেতাসহ হাজারো মানুষের পদচারণায় পরিণত হয় হাসিখুশি আনন্দ আর জ্ঞানের উৎসবে। কিন্তু বইমেলার এই আনন্দ উৎসব থেকে বাদ পড়ে অধিকাংশ সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা তাদেরকে সত্যিকারের আনন্দ আর সৃজনশীল লেখা লেখির অনুপ্রেরণা যোগাতে বই বিতরণ উৎসব-২২ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গল্প, ছড়া ও কবিতা বই বিতরণ করে যাচ্ছে ‌।
১৪ মার্চ সোমবার সকাল ১১ টায় নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নগর যুবলীগের সদস্য ও বই বিতরণ উৎসব ২০২২ এর আহবায়ক মোঃ আব্দুল আজিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সুবিধাবঞ্চিত প্রায় ৯শ শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গল্প ,ছড়া ও কবিতার বই বিনামূল্যে বিতরণ করা হয়।
বিশিষ্ট লেখক ও প্রকাশক এবং বই বিতরণ উৎসব ২০২২ এর প্রধান সমন্বয়ক সাইফুদ্দিন আবসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর আফরোজা কালাম।
 বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহজাহান কোম্পানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্র রানী দে, ৩৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা শিরিন মুন্নি, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিজ উল্লাহ, বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির সভাপতি ও যুবলীগ নেতা সফিউল আলম বাদশা ও ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা এম এ হান্নান রুবেল প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আক্তার জাহান, প্রীতিকণা  মুহুরী সহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি আফরোজা কালাম বই বিতরণ উৎসবের আয়োজক বৃন্দদের ভূয়সী প্রশংসা করে বলেন এটি নিঃসন্দেহে একটি ভাল ও ব্যতিক্রম উদ্যোগ। বই পড়লে শিশুদের বুদ্ধিমত্তা বিকাশ সম্প্রসারণ হওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে।
বই বিতরণ উৎসব ২০২২ এর আহবায়ক আবদুল আজিম বলেন বই পড়া একটি মননশীল কাজ বর্তমানে বই পড়ার অভ্যাস টা নতুন প্রজন্মের মধ্যে কমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। সভ্যতার বিবর্তনে হাত ধরে মানুষের মাঝে স্মার্টফোন নির্ভরতা যেমন বেড়েছে তেমনি শিশুরা আসক্ত হয়ে উঠেছে এই যন্ত্রের প্রতি ,কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের উপর নির্ভরতা মানুষের আইকিউ কমিয়ে দিতে পারে তাই যেসব সুবিধাবঞ্চিত শিশুরা বই মেলায় গিয়ে প্রাণের উৎসবে অংশগ্রহণ করতে পারেন না মূলত তাদের জন্য এই আয়োজন।
অন্যদিকে বই বিতরণ উৎসব ২০২২ এর প্রধান সমন্বয়ক বিশিষ্ট লেখক ও প্রকাশক সাইফুদ্দিন আবসার বলেন বই মেলা কখন শুরু হয় বা কখন শেষ হয় প্রান্তিক জনগোষ্ঠীর স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা অনেকেই জানেন না ।আবার অনেকেই রয়েছে প্রাণের উৎসব বইমেলায় গিয়ে বই ক্রয় করে জ্ঞান অর্জন করতে অক্ষম। সেই চিন্তার আলোকে ২০১৮ সাল থেকে তাঁর লেখা বই সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রতিবছর বিনামূল্যে বই বিতরণ করেন। সবার সহযোগিতা পেলেই এবারে প্রায় ৫০ হাজার শিশুকে বিনামূল্যে গল্প ,কবিতা ও ছড়ার বই উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন