সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রবীণ আ‌লেম মঞ্জুর আহমদ আর নেই

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপ‌জেলা গন্ডামারা ইউ‌নিয়‌নের মনছুর আলীর বাড়ীর মরহুম ম‌ফিজ উল্ল্যাহর বড় ছে‌লে,  প্রবীণ আলেমেদ্বীন,   আলহাজ্ব মাওলানা মঞ্জুর আহ‌মেদ আজ শুক্রবার ১৮ জুন ২১ ইং দুপুর ১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ই‌ন্তেকাল ক‌রেন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম মাওলানা মঞ্জুর আহ‌মেদ (৫৮)গন্ডামারা ইউ‌নিয়‌নের ৫ নং ওয়া‌র্ডের মনছুর আলীর বাড়ীর মরহুম ম‌ফিজ উল্ল্যাহর বড় ছেলে। তি‌নি গত কিছু‌দিন যাবৎ শাররীক ভা‌বে অসুস্থ ছি‌লেন। অবস্থা অবন‌তি হ‌লে প্রথ‌মে  চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতা‌ল থে‌কে প্রাথ‌মিক ট্রিট‌মেন্ট‌ নেওয়ার পর নগরীর মে‌ট্রোপ‌লিটন হাসপাতা‌লে ১৩ জুন ভ‌র্তি করা হয় ,সেখা‌নে অবস্থা অবন‌তি হ‌লে তা‌কে গত তিন আ‌গে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লে ক‌রোনা ইউ‌নি‌টে ভ‌র্তি করা হয়। ওখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টায় মারা যান।
এই বিষ‌য়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের ক‌রোনা ম্যা‌নেজ‌মেন্ট সে‌লের ভাইস চেয়ারম্যান ই‌ঞ্জিঃ মোঃ জ‌বেদ আবছার চৌধুরী থে‌কে জান‌তে চাই‌লে  তি‌নি ব‌লেন করোনা ভাইারাস আক্রান্ত হ‌য়ে হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে নি‌বিড় প‌রিচর্যা কেন্দ্রে তি‌নি ভ‌র্তি ছি‌লেন। ক‌রোনা ইউ‌নি‌টে  তা‌কে হাই ফ্লো ন্যাজল ক্যানুলা দি‌য়ে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। ডাক্তার ও নার্সরা অক্লান্ত প‌রিশ্রম ক‌রেও তা‌কে বাঁচা‌তে পা‌রে নি।
আজ ১৮জুন ২১ইং বুধবার দুপুর ১টার সময় মৃত্যুর খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে মুহু‌র্তের ম‌ধ্যে সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌ম সহ সর্বমহ‌লে শোকের ছায়া নে‌মে আ‌সে।সদা হা‌স্যে উজ্জল অমা‌য়িক ও এলাকার সর্বজন‌প্রিয় প্রবীণ আ‌লেম জীবদ্দশায় দ্বীনের অতন্দ্রপ্রহরী হিসা‌বে  কাজ কর‌ছেন। তি‌নি দ্বী‌নি শিক্ষা প্র‌তিষ্টান বাঁশখালী ছনুয়া আ‌নোয়ারুল উলুম মাদ্রসার প‌রিচালক ও গন্ডামারা প‌শ্চিম বড়‌ঘোনা দিদা‌রিয়া নুরুল উলুম মাদ্রাসার সি‌নিয়র  শিক্ষক ছি‌লেন।
মৃত্যু কা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল (৫৮) বছর। ৬ পুত্র ২ কণ্যা স্ত্রী সহ অসংখ্যা আত্মীয় স্বজন গুনগ্রাহী রে‌খে গে‌ছেন।
আজ রাত ৯ টায় মরহু‌মের নামা‌জে জানাযা স্থানীয় গন্ডামারা বড়‌ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গ‌নে অনু‌ষ্টিত হওয়ার পর মরহু‌মের পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাপন করা হ‌বে ব‌লে বিষয় টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তার চাচাত ভাই মাও. ত‌কি উ‌দ্দিন।
আরও পড়ুন  ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফুলেল সিক্ত ইঞ্জি: লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী
শেয়ার করুন