শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

আগ্রাবাদ বন্ধুমহলের উদ্যোগে গোসাইডাঙ্গা ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট লীগ-২০২২

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

শরীরচর্চা আর ক্রীড়া মুখি হওয়া খুবই প্রয়োজন। বর্তমানে অনেক তরুণ প্রজন্ম সমাজে বিভিন্নভাবে অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। মাদক সন্ত্রাস বিভিন্ন অপকর্ম থেকে মুক্ত হতে চাইলে সমাজে ভালো কাজকর্ম করার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। একজন ভালো খেলোয়াড় হতে পারলে সমাজ ও দেশের উপকারে আসবে।
গত ২৫ মার্চ শুক্রবার আগ্রাবাদ বন্ধুমহল (A Group) কর্তৃক আয়োজিত গোসাইডাঙ্গা ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট লীগ-২০২২ আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ও ও পাবলিক রিলেশনশিপ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের  শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য শেখ নওশেদ সারোয়ার (পিল্টু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিজেকেএস এর কাউন্সিলর মোঃ রায়হান উদ্দিন রুবেল এবং ইলমা এন্টারপ্রাইজের  চেয়ারম্যান আমিনুল ইসলাম মাসুদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ নওশেদ সারোয়ার (পিল্টু) বলেন ,সরকার বর্তমানে তরুণ প্রজন্ম আর যুবসমাজকে ক্রীড়া মুখি মুখি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মফস্বল থেকে খেলাধুলা করে জাতীয় পর্যায়ে অনেকে অবদান রাখছে। আগ্রাবাদ বন্ধুমহলের যেকোনো ভালো উদ্যোগ গ্রহণে পাশে থাকার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার প্রদানে আশ্বস্ত করেন।
শেয়ার করুন