ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজারের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “কক্সবাজার স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার টিএসসি ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে চার শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে দক্ষ শিক্ষিত কারিগর তৈরির কারখানা। কক্সবাজারের প্রতিটি শিক্ষার্থীকে দেশ গড়ার যোগ্য কারিগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি পড়ালেখার নিজেদেরকে দেশ গড়ার ক্ষেত্রে মনোনিবেশ হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পী সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের সভাপতি রাসেল রহমানের সভাপতিত্বে ও স্টুডেন্ট’স এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফের সাধারণ সম্পাদক আবু রাশেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফররুখ মাহমুদ, বিপিবিএল’র হেড চ্যানেল এনগেজমেন্ট এ এম এম ফজলুর রাশিদ ও ঢাকা জজকোর্টের আইনজীবী নাজমুস সাকিব প্রমুখ।