শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে গলায় ছুরি চালিয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টা

মুহাম্মদ মহিউদ্দিন বাঁশখালী হইতে:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছড়িতে এক বৃদ্ধ রিকশা চালককের গলায় ছুরিকাঘাত করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাত দেড় ১টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়িস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের সীমান্ত ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।.
গ্রেফতাররা হলো— বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আব্দু শুক্কুরের ছেলে মোস্তাফিজুর রহমান সিকদার (২৬), পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনির আহমদের ছেলে মো. কায়ছার (২৮)। এদিকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় অটোরিকশা চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পুঁইছড়িস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের সীমান্ত ব্রীজ এলাকায় বৃদ্ধ চালককে রাতের অন্ধকারে একা পেয়ে এই দুই যুবক অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় তারা চালকের গলায় ছুরিকাঘাত করে। এদিকে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।তিনি আরোও বলেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বাঁশখালী থানা পুলিশ তৎপর অপরাধী সে যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন  বহদ্দারহাট এক কিলোমিটার গরুর বাজারে পশু বিক্রেতাদের হয়রানি  
শেয়ার করুন