মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর:
২২-২৩ শিক্ষাবর্ষ চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম পর্ব ( মাস্টার্স প্রফেশনাল) ভর্তি আগামী ১ সেপ্টেম্বর ২২ ইংরেজি হইতে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ৩১ আগস্ট কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভর্তির ফি বাবদ ৫০০ টাকা, জুলাই ২০২২ হইতে জুন ২০২৩ পর্যন্ত এক বছরের বেতন ৬০০০ টাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি, ক্রীড়া ও সংস্কৃতি, বিএনসিসি ও রোভার স্কাউট ফি ১৬০০ টাকা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন প্রাথমিক আবেদন ফি ৩০০ টাকা, কলেজ সেশন ফি ২১০০ টাকা, কলেজ ভর্তি ফরম ৩০০ টাকা। সর্বমোট ১০৮০০ টাকা কলেজ থেকে রসিদ সংগ্রহ করে বর্ণিত ফিস আন্দরকিল্লাহ এন এ চৌধুরি রোড কলেজের নির্ধারিত সোনালী ব্যাংক শাখায় উল্লেখিত টাকা জমা প্রদান করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করা যাবে।
বিকাল ৫ টা ৩০ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত অফিস থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করা যাবে।
আবেদন ও ভর্তি ফরমের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে।
এসএসসি সমমান হইতে ডিগ্রী (পাস) স্নাতক সমমান শ্রেণীর যোগ্যতার সকল সনদপত্র ও নম্বর পত্রের সত্যায়িত প্রত্যেকটির দুইটি ফটোকপি,
ভর্তি ফরম যা কলেজ থেকে সংগ্রহ করা যাবে, পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি, জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীধারির প্রার্থীদের ১ কপি মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই জমা করিতে হইবে।
সংবাদটির পাঠক সংখ্যা : ১১