শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

নগর জুড়ে দশ হাজার চারাগাছ রোপণের উ‌দ্যো‌গ যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর(‌ভি‌ডিও সহ সংবাদ)

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ ম‌হিউ‌দ্দিন চট্টগ্রাম মহানগর।। র‌বিবার ২৭জুন ২১ইং বি‌কেল ৩টায় টাইগারপাসস্থ চ‌সিক চত্ত্ব‌রে যুবলীগ কেন্দ্রিয় কার্যনিবাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের আহ্বানে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম মহানগর এলাকায় দশ হাজার ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য‌নির্বাহীর সা‌বেক সদস্য দেবাশীষ পাল দেবুর ভুষি প্রংশসা ক‌রে চ‌সিক মেয়র প্রধান অতিথির বক্তব্যে এম. রেজাউল করিম চৌধুরী বলেন, দেবু কিন্তু ব‌সে নেই ক‌রোনা সংক্রম‌নের শুরু থে‌কে এখনও পর্যন্ত স্বাস্থ্য সেবা, ঘ‌রে ঘ‌রে গি‌য়ে অ‌ক্সি‌জেন সেবা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া সহ খাদ্য সামগ্রী দি‌য়ে আস‌ছেন।‌তি‌নি আরও ব‌লেন ব‌ক্তৃতা নয় মা‌ঠেই মানু‌ষের মন জয় কর‌তে হ‌বে। দে‌শের উপকার, নেত্রীর নি‌র্দেশনা বঙ্গবন্ধুর সোনার বাংলা‌দেশ গড়ার প্রত্যা‌য়ে কা‌জের মাধ্য‌মে প্রমাণ কর‌তে চান দেবাশীষ পাল দেবু।

মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সারা বাংলাদেশে যে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে তার ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর এলাকায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু ১০ হাজার চারাগাছ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে, তা অবশ্য প্রশংসার দাবী রাখে। আমি আশা করি তার এই কর্মসূচী চট্টগ্রাম মহানগর এলাকায় সবুজ বনায়নে সহায়ক হবে।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন, মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ।যার কারণে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণ ও বনসংরক্ষনের ভূমিকা অন্যতম। পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মের জন্য আমাদের কে যার যার অবস্থান থেকে সবুজ বনানী গড়ে তুলতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন, লেখক আওয়ামী লীগ নেতা মো: মাসুম চৌধুরী, বন্দর সিবিএ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা মো: আনিফুর রহমান লিটু, নুরুন নবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, ইকবাল হোসেন, এম রাশেদ চৌধুরী, জাহেদ খোকন, সালাউদ্দীন বাবর, মো: এমরান, মনির হোসেন টিটু, নুরুল ইসলাম রাসেল, মো: ইসমাইল, মো: মিজান, রেজাউল করিম মামুন, শাহ নেওয়াজ বাপ্পী, কাজী মোহাম্মদ আরিফ, আমিনুল ইসলাম, মো: আরমান, মো: ফারুক হোসেন সুমন, ইয়াসিন আরাফাত, হুমায়ন রশীদ, ফরহাদ আব্দুল্লাহ, মো: সোহেল, অর্জুন দাশ, জুবায়ের হোসেন অভি, সাজীবুল ইসলাম সজীব, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, মারুফুল ইসলাম মারুফ, রমজান আলী, আলী নূর, মো: আরমান, নূর ইসলাম রিয়াদ, রিয়াদ মাহমুদ, আসিফ মিল্লাত, তানজীব উদ্দীন, হেদায়েতুল ইসলাম ইতু, সৌরেন বড়ুয়া রিও, মো: আজাদ, নজরুল ইসলাম টিপু, তারিকুল ইসলাম, মঞ্জু, আরজু, মো: দিদার, স্বপন দাশ, অন্তু দাশ, ইসরাক দোভাষ, শাওন চক্রবর্তী, সুমন নাথ, অপু দাশ, মাসুম, হৃদয় কুমার দাশ, সোহেল, মো: ইমন, মো: ইমু, রোকন উদ্দীন, আবদুল জব্বার জনি, আলাউদ্দিন, সোহেল, মুজিবুল হক খোকন, রকি দাশ, বিপলু দাশ, মিঠু দাশ, স্বপন দাশ, সবুজ দাশ, জুয়েল আকবর, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, মো: সামিউল, অর্নব চক্রবর্তী, পলাশ চক্রবর্তী, মো: কফিল প্রমুখ।

শেয়ার করুন