মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক (৪০)। আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পতেঙ্গা থানার খেঁজুরতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর।
তিনি বলেন, খেঁজুরতলা এলাকার বেড়িবাঁধে অজ্ঞাতনামা একব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে ১০.৩০ খবর দিলেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের বুকে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে- তাকে গতকাল রাতেই খুন করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তাকে কেন খুন করা হয়েছে এবং ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পুলিশের পাশাপাশি পিবিআই টিমও কাজ করছে বলেও জানান তিনি।
সংবাদটির পাঠক সংখ্যা : ২