নিজস্ব প্রতিবেদক।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এমপি কে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ ।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চিঠিতে অব্যাহতির বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করার কথা উল্লেখ করা হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : ৪