মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন আফরোজা কালাম

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী  চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাই আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন  আফরোজা জহুর (আফরোজা কালাম) ।

মেয়র রেজাউল করিম চৌধুরী চিকিৎসা শেষে আগামী অক্টোবর মসের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ভারতে অবস্থানকালীন সময়ে সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আফরোজা জহুর (আফরোজা কালাম) ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।
তিনি নগরীর ২৭,৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মেয়র রেজাউল করিম। ঢাকা পৌঁছে আগামীকাল রবিবার বেলা ১২.১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে রওনার দেবেন দিল্লির উদ্দেশ্যে।
বিকেলে সিটি মেয়রকে যাত্রার আগে তাঁর বহদ্দারহাটস্থ বাসভবনে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর (আফরোজা কালাম), প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সংরক্ষিত কাউন্সলর লুৎফুন নেছা দোভাষ বেবী, নীলু নাগ, হুরে আরা বিউটি, রুমকী সেনগুপ্ত, তসলিমা বেগম নুরজাহান, ফেরদৌসী আকবর, শাহীন আক্তার রোজী ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।
শেয়ার করুন