শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৯ মাস বৃদ্ধি করেছে সরকার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সিটিনিউজটিভি২৫.কম ।।

মহামারীতে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত চাকরির প্রত্যাশীদের জন্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদনের বয়সসীমা তিন বছর তিন মাস সময় সীমা বাড়ি দিয়েছে সরকার।

একইসঙ্গে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

 তবে বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধিঅধিদপ্তর/পরিদপ্তর/নশ্বর এবং সংবিধিবদ্ধ/ স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভি৬-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর/প্রতিষ্ঠান এর ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অর্থাৎ ২০২০ সালের ২৫শে মার্চের পর থেকে যাদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর পার হয়েছে বা হচ্ছে, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন।
শেয়ার করুন