মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর:
পবিত্র মাহে রবিউল আউয়ালক মাসকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে বিশাল র্যালী ও পথসভা সিইপিজেড় চত্বরে অনুষ্ঠিত হয় ।
৩০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে গাউছিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ শত শত বিভিন্ন মসজিদের মুসল্লিরা সমবেত হয় সল্ট গোলা ক্রসিং এ। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা আর নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে র্যালীটি প্রধান সড়ক থেকে শুরু করে বন্দর টিলা টিসিবি ভবনের সম্মুখ দিয়ে সিইপিজেড চত্বরে এসে শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ হাসান, সহ-সভাপতি মোঃ মহসিন ও মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসলিম ,সহ-সাধারণ সম্পাদক হাজী মো: দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ:ইউসুফ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নূর ,দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা ইউনুস তৈয়্যবি,সহ দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোঃ: গোলাম হোসাইন আল কাদেরী, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সহ অর্থ সম্পাদক হাজী মো: নুর উদ্দিন।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ্ব জুবায়ের আলম, মোঃ মহিউদ্দিন চৌধুরী মনু,মো: কামাল উদ্দিন ,মো: জাহিদ ,মো মনির উদ্দিন ,মোঃ গোলাম তাহের ও মো: আব্দুর রহিম সহ থানা ওয়ার্ড ও ইউনিটের সর্বস্তরের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,প্রিয় নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ এই পৃথিবীতে কিছু সৃষ্টি করত না। মাহে রবিউল আউয়াল মাসেই মুহাম্মদ (সা:) আগমন। তাই প্রিয় নবীর আগমনেই সমগ্র বিশ্বব্যাপী ঈদে মিলাদুন্নবী ( সা:) উদযাপিত হয় । রবিউল আউয়াল মাসের আগামী ৯ ও ১২ তারিখে ঢাকা ও চট্টগ্রামে জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।ওই জুলুসকে সফল ও সার্থক করে তুলতে সভায় সংগঠনের সকল নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ।