রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিটাগং সেন্ট্রাল লায়ন্স ক্লাবের মাস ব্যাপী সেবা কার্যক্রম উদ্বোধন

মুহাম্মদ মহিউদ্দিন( চট্টগ্রাম) মহানগর :
‘অন্তহীন ভালোবাসায় সেবা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগং
সেন্ট্রালের অক্টোবর সেবা মাসের মাস ব্যাপী সেবা কার্যক্রম উদ্বোধন করেছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ।
সেবাকার্যক্রম ক্লাবের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন
 শিশু স্বর্গের মহাসচিব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল।
এ সময় উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ, জিএমটি লায়ন এডভোকেট নুরুল ইসলাম, জাহিদ হোসেন, ক্লাব সেক্রেটারি লায়ন জুনায়েত রহমান রিফাত, ক্লাব ট্রেজারার লায়ন ফজলুল রহমান অপু, লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি  মেহেদী হাসান নয়ন, সেন্ট্রাল লিও ক্লাব সভাপতি লিও আসিফুল, ট্রেজারার লিও তাওহিদ, টেল টুইস্টার লিও আশিক ও সদস্য লিও সামিম, লিও রাব্বি, লিও রায়হান প্রমুখ ।
মাস ব্যাপী সেবামূলক কার্যক্রমের অংশ বিশেষ পাহাড়তলিস্থ শিশু স্বর্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্ৰুপ নির্ণয়, ফল  ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন  এসএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা 
শেয়ার করুন