বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের আশু রোগ মুক্তি কামনায় ৩৮ নং ওয়ার্ডে দোয়া মাহফিল

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।।
৩৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের উদ্যোগে,৩ অক্টোবর রবিবার বাদে আছর স্থানীয় নিশ্চিন্তা পাড়া জামে মসজিদে বাদে আছর যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের আশু আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ শাহ নেওয়াজ, ইউনিট আওয়ামী লীগ নেতা সাগর আহমেদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, সালাউদ্দিন ও সাবের আহমেদ।
ওয়ার্ড যুবলীগ নেতা আজাদ, নোমান, সুমন, নয়ন, শাহ কামাল, রাজ্জাক, এস এম বাপ্পি,  সোহাগ, আশরাফ, ইমন, নাঈম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা  ইদ্রিস রেজবী।
এ সময় সাইফুল ইসলাম বলেন মানবিক যুবলীগের প্রবক্তা মানবিক কর্মখণ্ড করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ‌‌। মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাই এই মানুষটিকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন। ৩৮ নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে তাঁর আশু আরোগ্য রোগ মুক্তির কামনয় দোয়া ও মিলাদ করা হয়।
শেয়ার করুন