শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ লাখ ফেসবুক ব্যবহারকারী ঝুঁকির মুখে

 আন্তর্জাতিক ডেক্স :

প্রায় ১ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি হতে পারে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা প্রতিষ্ঠান মেটা। অ্যাপল এবং গুগলের সফটওয়্যার স্টোর থেকে ডাউনলোড করা কিছু অ্যাপের নিরাপত্তাজনিত সমস্যার কারণে ফেসবুক একাউন্টের তথ্য চুরি হয়ে যেতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর- যুগান্তর

শুক্রবার মেটা ঘোষণা করেছে যে, তারা এ বছর এন্ড্রয়েড এবং আইওএস-এ ৪০০টিরও বেশি ম্যালওয়্যার অ্যাপ শনাক্ত করেছে। এ অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে। মেটা বলেছে যে, এ ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো সরানোর জন্য অ্যাপল এবং গুগল উভয়কেই জানানো হয়েছে। ফেসবুক বলেছে যে ফটো এডিটর, মোবাইল গেম বা হেলথ ট্র্যাকারের রূপে থাকা এ অ্যাপগুলো আদতে তথ্য চুরি করে। অ্যাপল বলেছে যে সমস্যাযুক্ত ৪০০টি অ্যাপের মধ্যে ৪৫টি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, অ্যালফাবেটের একজন মুখপাত্র বলেছেন যে গুগল সব ক্ষতিকারক অ্যাপ সরিয়ে দিয়েছে স্টোর থেকে। মেটার গ্লোবাল থ্রেট ডিসরাপশনের পরিচালক ডেভিড অ্যাগ্রানোভিচ বলেছেন, ‘সাইবার অপরাধীরা জানেন যে এ ধরনের অ্যাপগুলো কতটা জনপ্রিয়। তারা তাই এ ধরনের থিম ব্যবহার করে লোকেদের প্রতারণা করে। ফেসবুক ব্যবহারকারীদের একাউন্টের তথ্য চুরি করে।’ এদিকে ম্যালওয়্যারযুক্ত ৪০০টি অ্যাপের কোনোটা যদি আপনি ডাউনলোড করে থাকেন তাহলে আপনার ফেসবুকের তথ্যও চুরি হয়ে যেতে পারে।
যেভাবে নিরাপদ থাকবেন: এসব অ্যাপ ছাড়াও সাধারণভাবে অ্যাপ ডাউনলোড এবং ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা ও পরামর্শ দিয়েছে ফেসবুক।
* এমন কোনো অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যাবে না যেখানে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে লগইন করা বাধ্যতামূলক।
* অ্যাপের ‘রেপুটেশন’ কেমন সেটা যাচাই করুন। অ্যাপটি কতবার ডাউনলোড হয়েছে, তার রিভিউগুলো দেখুন; বিশেষ করে নেতিবাচক রিভিউগুলো।
* অ্যাপগুলোতে যে কাজ করা যাবে বলে মনে হচ্ছে সেগুলো এলেই করা যাচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছে ফেসবুক।
আরও পড়ুন  পিটিআই ১৭০ আসনে বিজয়ী হয়েছে : ব্যারিস্টার গোহর
শেয়ার করুন