মুহাম্মদ মহিউদ্দিন (বাঁশখালী) চট্টগ্রাম।।
বহুল আলোচিত সমালোচিত বাঁশখালী চাম্বল ১০ নং ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী বিজয়ী।
নবম ধাপে বন্ধ হয়ে যাওয়া আলোচিত- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বুধবার (১২ অক্টোবর ) সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত কোন ধরনের সংঘাত ছাড়ায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী নৌকা প্রতীকে ৯হাজার ২শ ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ফজলুল কাদের আনরস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭ শ ১৬ ভোট। সন্ধ্যা ৭টয় উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা।
তবে ৭নং ওয়ার্ডের চাম্বল উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং ২নং ওয়ার্ডের পশ্চিম চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতর মহিলা ভোটারের পাশে পুরুষদের দাঁড়িয়ে থাকার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আবার চলছে আলোচনা-সমালোচনার ঝড়। রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, ‘৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। ২টি কেন্দ্রের বিষয় নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে তা তদন্ত করা হচ্ছে। তবে ভোট প্রদানে প্রভাব দেখানোর মতো কোন অভিযোগ পাওয়া যায়নি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বক্কর মোহাম্মদ সিদ্দিকী বলেন, ‘ভোটকেন্দ্রের যে ভিডিও দৃশ্য ভাইরাল হয়েছে, তা ওই কেন্দ্রের বুথে দায়িত্বরত পোলিং অফিসার আজিজুল ইসলামের। উনি এক বৃদ্ধ মহিলাকে ভোট কিভাবে দেবেন তা দেখিয়ে দিচ্ছেন। ওটা নির্বাচনী দায়িত্ব।
আর এইদিকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিনের চৌকোষ বুদ্ধিদীপ্ত মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন এমন গুঞ্জন আর প্রশংসাও সব জায়গায় আলাপ-আলোচনা চলছে। তিনি বলেন, বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচনকে ঘিরে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ছিল। নির্বাচনী সহিংসতা এড়াতে পুলিশ প্রত্যেকটি কেন্দ্রে নজরদারি ছিল।
নির্বাচনে দায়িত্বরত বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান বলেন প্রতিটি ভোটকেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করেছে।
এ সময় আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল মুবিন সুমন ও দায়িত্ব পালন করেন।