শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সংগ্রামের নিরঙ্কুশ বিজয়

মুহাম্মদ মহিউদ্দিন বাঁশখালী থেকে।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী ১৩ নং ওয়ার্ড থেকে গণ্ডামারা উপকূলীয় জনপদের কৃতি সন্তান অধ্যাপক নুরুল মোস্তফার সিকদার সংগ্রামের সদস্য পদে নিরঙ্কুশ বিজয়।

১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে

বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিকাল ২ঃ০০ টায় ভোট গ্রহণ শেষ হয়।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী থেকে ১০ প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। ১৯৭ ভোটের অনুকূলে ১৯৫ ভোট কাস্ট হয়।
অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম ক্রিকেট ব্যাট মার্কায় সর্বোচ্চ ৮৯ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাম্মেল হক সিকদার উটপাখি মার্কায় ভোট পেয়েছেন ৩৭ টি।
নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হামিদ উল্লাহ বক মার্কায় ১৮, মোঃ আলমগীর কবির টিউবওয়েল মার্কায় ২৩,এম জিল্লুল করিম শরিফী অটোরিকশা মার্কায় ১৭, মোহাম্মদ নূর হোসেন টিফিন ক্যারিয়ার মার্কায় ৬,শাহাদাত হোসেন চৌধুরী হাতি মার্কায় ২, মোঃ আব্দুল আজিজ চৌধুরী বৈদ্যুতিক পাখা মার্কায় ২, মোঃ খালেদুজ্জামান তালা মার্কায় ১ ভোট পেয়েছেন ভোট পেয়েছেন। অন্যদিকে দৈনিক আজাদির পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক কল্যাণ বড়ুয়া ঘড়ি মার্কায় কোন ভোট পাননি।
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম উপদেষ্ঠা হাসান মুরাদ চৌধুরী, ইলিয়াছ চৌধুরী, মোহাম্মদ হোসাইন সিকদার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক নজরুল ইসলাম, সভপতি; লেখক ও কলামিস্ট নুরুল মুহাম্মদ কাদের, সিনিয়র সহ সভাপতি;  এনামুল হক সিকদার, সহ সভাপতি; মো: নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক,  শফিউল আলম, অর্থ সম্পাদক;  রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক; মো: ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক; মুহাম্মদ রিদুওয়ানুল হক, প্রচার সম্পাদক; এডভোকেট মুহাম্মদ আলী, সমাজ কল্যান সম্পাদক; এটিএম রুহুল আমিন চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক; জসিম উদ্দীন সিকদার,  শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো: নাঈম উদ্দীন মাহফুজ, আইন বিষয়ক সম্পাদক;  এডভোকেট দিদারে আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক, এ. কে.এম দিদার, নির্বাহী সদস্য  মশিউর রহমান চৌধুরী,  শাহেনা আক্তার, জনাব ফখরুদ্দিন আমির খসরু,  মো: আরিফ ও মো: আবু ছালেক।।
গন্ডামারা ইউনিয়নের জমিদার বাড়ির কৃতি সন্তান মোঃ জামাল উদ্দিন চৌধুরী ও রুবেল চৌধুরী  তাঁকে অভিনন্দন জানান।
সংগঠনের সভাপতি নুরুল মুহাম্মদ কাদের বলেন অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রাম এই সংগঠনের একজন সাবেক উপদেষ্টা ।
স্বাধীনতা পরবর্তী এই প্রথম গন্ডামারা ইউনিয়ন থেকে তিনিই চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য পদ অর্জন করেন, তাই আমি এবং আমার গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ আনন্দিত ও গর্বিত। সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য ভোটার ও সংশ্লিষ্ট দায়িত্বরত  সবাইকে ধন্যবাদ জানাই।
অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। এলাকার নানাবিধ উন্নয়নে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণ কাজ করে যাচ্ছেন। তাঁর বিজয় উল্লাসে নিজ এলাকা ও এলাকার বাইরে বাঁশখালীর বিভিন্ন স্থানে বিজয়ী মিছিল বের করে তাকে অভিনন্দন জানান তাঁর সমর্থক গোষ্ঠীরা।
বিজয়ের বিষয়ে অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম থেকে জানতে চাইলে তিনি জানান সম্মান দেওয়ার মালিক আল্লাহ। বাঁশখালী বাসীর প্রতিনিধিত্ব করতে আমাকে যে সম্মানটুকু দেখানো হয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। বাঁশখালীর আপামর জনগোষ্ঠীর সুখে দুখে পাশে থাকার প্রত্যয় ও ব্যক্ত করেন।
আর এই দিকে তাঁর বিজয়ের কথা শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব ভেরিফাইড ফেসবুকে অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় সমগ্র বাঁশখালীতে আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য ব্রিটিশ পিরিয়ডে একবার পরবর্তী ১৯৬৭ সালে পাকিস্তান শাসন আমলে আরেকবার অর্থাৎ মোট দুই বার বাঁশখালী গন্ডামারা ইউনিয়ন থেকে জেলা পরিষদের প্রথম সদস্য পদ লাভ করেন ছৈয়দু আলম চৌধুরী প্রকাশ লেদু মিয়া , স্বাধীনতার দীর্ঘ ৫১ বছর পর প্রথমবারের মতো সর্বপ্রথম দ্বিতীয়বার এই ইউনিয়ন থেকে অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হন।
আরও পড়ুন  চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার করুন