মুহাম্মদ মহিউাদ্দন।। আগামীকাল বৃহ্স্পতিবার ১ জুলাই ২১ ইং প্রথম এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। সকাল ৬টা সারা দেশে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার ।এসময়ে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খোলা থাকবে।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল থেকে সাত দিনের জন্য সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক রেল ও নৌ পথে গণপরিবহন ( অভ্যন্তরীণ বিমানসহ) সকল যন্ত্রচালিত সব যানবাহন চলাচল,শফিংমল/ মার্কেটসহ দোকানপাট, পর্যটন কেন্দ্র, রির্সোট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র, জনাসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও আচার অনুষ্টান বন্ধ থাকবে।
আইনশৃঙ্খলা জরুরী পরিসেবা যেমন কৃষি পণ্য উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ পরিবহন, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান,রাজস্ব আদায় সম্পর্কিত কার্যবলি,গ্যাস জ্বালানি,ফায়ার সার্ভিস, টেলিফোন ইন্টারন্টে( সরকারী বেসরকারী), গণমাধ্যম ( প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া),সরকারী নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক,ফার্মেসী, ফার্মাসিটিক্যালসহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারী যানবাহন প্রাতিষ্টানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।
কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে যা স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
খাবারের দোকান হোটেল রেস্তোঁরা সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে।
আর্ন্তজাতিক ফ্লাইট চালু থাকবে বিদেশগামী যাত্রীরা তাদের আর্ন্তজাতিক বিদেশ ভ্রমণে টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার পূর্বক যাতায়াত করতে পারবে।
অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোন ভাবে বাড়ীর বাইরে বের হওয়া যাবেনা। নির্দেশনা আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালত সমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে সরকার এবং
স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামায আদায় বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে বলা হয় ।
সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের কৌশল নিয়ে সভা হয়। সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সরকারের সূত্রগুলো বলছে, প্রথমে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকলেও তা আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত সোমবার থেকে সারা দেশে গণপরিবহন, শপিং মল, মার্কেটসহ বেশ কিছু কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।