বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লকডাউ‌নে প‌রিবহন সংক‌টে পড়া রোগী‌দের জন্য ফ্রি! যাত্রী সেবা চালু ক‌রে‌ছে- দেবু

 

মহামারী ক‌রোনা দু‌র্যো‌গে লকডাউন চলাকালীন সম‌য়ে প‌রিবহন সংক‌টে বিপা‌কে পড়া রোগী‌দের জীবন বাঁচাতে জরুরি চিকিৎসা সেবা প্রদানের লক্ষে  চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে পাঁচটি সিএনজি পরিবহন দিয়ে ২৪ ঘন্টার ফ্রি যাত্রী সেবা চালু ক‌রে‌ছে  বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু ।সিএন‌জির সাম‌নে পেছ‌নে  ব্যানা‌রে লিখা হট লাইন নং ফোন কর‌লে যে কোন কেউ নি‌তে পার‌বে এই সেবা।

বুধবার ৩০ জুন ২১ ইং  বিকেল ৪ টায় বন্দর থানাধীন পোর্ট কলোনী নতুন মার্কেট মোড়ে যুবলীগ নেতা মো. সোহেল রানা, অর্জুন চন্দ্র দাশ ও সুমন দাশের পরিচালনায় ও বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিকের ব্যাবস্থাপনায় জরুরি রোগীদের ২৪ ঘন্টা ফ্রি পরিবহন সেবা, মাক্স ও স্যানেটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দেবশীষ পাল দেবু।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন,যুবলীগ মানবিকতার সংগঠন। যুবলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে আমরা মানবিক যুবলীগ গঠনে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে খাবার বিতরন,চিকিৎসা ক্যাম্প,আক্সিজেন সেবাসহ আমরা বহুমুখী সেবা কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছি। যাত্রী সেবা কার্যক্রম আমাদের ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ।

এসময় উপস্থিত ছিলেন বন্দর কর্মচারী পরিষদের সদস্য আশীষ কান্তি মহুরি, শ্রমিক নেতা আব্দুল মন্নান, যুবনেতা ফরহাদ আব্দুল্লাহ,মোঃ সালাউদ্দীন, রমজান আলী, মাহমুদুর রহমান, মোঃ হানিফ, মোঃ মাসুম,মোঃ ফিরোজ ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েল, ছাত্রনেতা মোঃ সোহেল, মোঃ ফিরোজ, তাজুল ইসলাম, মোঃ সেলিম,ওমর ফারুক মুন্না,মোঃ ইলিয়াস, মোঃ জাহিদ, জাফিজুল, নুর হোসেন,মোঃ মামুন, মোঃ হাফিজুল ইসলাম, ইমাম হোসেন প্রান্ত, এম এ মান্নান মিনহাজ, রাকিব হোসেন সহ প্রমুখ।

শেয়ার করুন