সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুব মহাসমাবেশে যাচ্ছেন মহিউদ্দিন বাচ্চুর হাজারো অনুসারী 

 

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহা যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। ১১ ই নভেম্বর শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

যুবলীগের দপ্তর সূত্রে জানা যায়, মূলত যুবসমাবেশ হলেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এ সমাবেশে। দেশের ৬৪ জেলা থেকে মহাসমাবেশে অন্তত ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটানোর লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুবলীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাকর্মীরা।

ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিভাগ  থেকে যাত্রা শুরু করেছে হাজার হাজার যুবলীগের নেতাকর্মীসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষ করে নগর যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে চট্টগ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো অধিক নেতাকর্মী ঢাকায় অনুষ্ঠিত যুব সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন নগর যুবলীগের সদস্য ও ৩৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আজিম।

চট্টগ্রাম রেলস্টেশন গিয়ে দেখা যায় রাত ১০.৩০ টায় ছেড়ে যাওয়া তূর্ণা নিশিতা  ট্রেনের অধিকাংশ বগি ও গরীব গরীবুল্লাহ শাহ বাস কাউন্টার থেকে ছেড়ে যাওয়া ঢাকা মুখি বিভিন্ন গাড়িতে মহিউদ্দিন বাচ্চুর অনুসারীদের কে দেখা যায়।

আব্দুল আজিম বলেন ,শুক্রবারের যুব  মহাসমাবেশ শত ভাগ সফল হবে বলে আশা করছি।মোঃ মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে আমি এবং আমার ওয়ার্ডের সহ- সভাপতি নুর মোহাম্মদ, ও জহির উদ্দিনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন যুবলীগ নেতা এম এ হান্নান রুবেল, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া ও ইয়াছিন নিজামি বাপ্পা ।

শেয়ার করুন