রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় মোটরসাইকেল চোরচক্রের সদস্য আটক 

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।।

নগরীর পতেঙ্গায় মোটরসাইকেল চুরির ঘটনায় মো. সোহেল (২৭) নামের এক যুবককে স্থানীয়দের সহায়তায় পতেঙ্গা থানা পুলিশ আটক করেছে। এসময় চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম হোসেন আহম্মদপাড়া খেজুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল কুমিল্লার মনোহরগঞ্জ থানার বরল্লা এলাকার মেহের আলী হাজী বাড়ির আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়রা জানায়, খেজুরতলা বাইশ কলোনি এলাকা থেকে রোববার (১৩ নভেম্বর) রাতের কোনো এক সময় মো. সোহাগের এফজেড মোটরসাইকেল (চট্ট মেট্রো ল ১৬-৯৬০৮) ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। সোমবার (১৪ নভেম্বর) ভোরে খেজুরতলা থেকে সেই চোরকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর citynewstv24.com কে বলেন, রোববার রাতে খেজুরতলা বাইশ কলোনি এলাকা থেকে একটি মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। আজ ভোরে স্থানীয়দের সহায়তায় চোরচক্রের সদস্য মো. সোহেলকে আটক করা হয়। এসময় চুরি করা মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে ৩৮০/৪১১ পেনাল করে নিয়মিত মামলা রুজু (মামলা নং -১২)করে আদালতে প্রেরণ করা হয়েছে হয়েছে।

আরও পড়ুন  জ্যেষ্ঠতা তোয়াক্কা না করে চসিকে পদোন্নতি ধূম্রজাল!
শেয়ার করুন