শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধীদের কে কঠোর হস্তে দমন করা হবে – শেখ শরীফ উজ জামান (এডিসি)

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।।

“পুলিশ জনতার বন্ধু” তবে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে খুন, ধর্ষণ, ডাকাতি,অপহরণ,চুরি ইত্যাদি অপরাধ সংঘটিত করলেই অথবা কিশোর গ্যাং,মাদক জুয়া অসামাজিক কার্যকলাপের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ সম্পৃক্ত থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলেই স্পষ্টতায় হুঁশিয়ারি দেন বন্দর জোনে সদ্য যোগদানকৃত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি ) শেখ শরীফ উজ জামান।পুলিশের নামে কেউ চাঁদাবাজি করলে তাৎক্ষণিক ভাবে থাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহবান ও জানান ।

২০ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড নতুন ২ নং সাইট এলাকা বিট পুলিশিং কার্যালয় -৭৭ সম্মুখ চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও স্থানীয় জাহেদুল আলম সর্দারের সার্বিক ব্যবস্থাপনায় এবং শোয়েব উদ্দিনের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সভায় স্থানীয়দের মধ্যে থেকে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বক্তব্য রাখেন এজাহার মিয়া,মনজূর কাদের, কামাল উদ্দিন,মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম, মোজাম্মেল হক মেম্বার ও জি এম আইন উদ্দিন টিপু ও সাদ্দাম হোসেন।

সভায় বন্দর থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন বন্দর থানা দালালমুক্ত সুতরাং
সমাজে যে কোন অন্যায় ব্যভিচার ঘটলেই অথবা ফৌজদারি অপরাধ সংগঠিত করলে অন্যায় ভাবেই কেউ ভিকটিম হলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করলে তা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। জনবসতিপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা বসবাস করতে পারে তাই স্থানীয় জমিদাররা ভাড়াটিয়াদের বায়োডাটা সম্মিলিত ফরম পূরণ করে রাখলে অপরাধ কিছুটা নির্মূল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিট ইনচার্জ এসআই সাঈদুল ইসলাম, মধ্যম হালিশহর ফাঁড়ির ইনচার্জ এস আই মোহাম্মদ ইয়াছিন , বন্দর থানার এসআই উস্যাং মং মারমা।স্থানীয় বাসিন্দা নুরুল আবছার,আবুল মান্নান,মহসিন মুরাদ মঈনু, ওসমান গনি, যুবলীগ নেতা ইয়াছিন নিজামী বাপ্পা,
শাহেদ,নেজাম,নয়ন,সোলেমান-১,শাহজাহান,বাবুল,হামিদ,মামুন,সোলেমান-২,হাশেম, জাবেদ,কবির, ও রাশেদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বাঁশখালীতে ৩শ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার দিলেন জেলা প্রশাসক মু. মমিনুর রহমান

 

শেয়ার করুন