শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের প্রথম পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট চমাশিহায়  চিকিৎসা প্রদান

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর 

বাংলাদেশের প্রথম পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ও স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ নুরুন্নাহার ফাতেমা বেগমের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গতকাল ২৫ নভেম্বর সারাদিন ব্যাপী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কার্ডিয়াক ইন্টারভেনশনাল প্রসিডিউরের মাধ্যমে জন্মগত হার্টে ত্রুটি থাকা ১০ জন শিশু রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সম্প্রতি স্থাপিত অত্যাধুনিক ক্যাথ ল্যাবে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এটিই প্রথমবারের মতো জন্মগত হার্টে ত্রুটি থাকা রোগীদের পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল প্রসিডিউরের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত টিমে আরো বিশেষজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ছিলেন লেঃ কর্নেল ডাঃ আশফাক, লেঃ কর্নেল ডাঃ নাজমুল ইসলাম ভূঁইয়া ও তাদের টিম। হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগ ও কার্ডিওলজি বিভাগের সার্বিক তত্ত¡াবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। ইতোপূর্বে এ ধরনের রোগীদের ঢাকায় রেফার করা হতো। এই উপলক্ষে আজ সকালে হাসপাতালের আইসিএইচ সেমিনার হলে প্রেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজির উপর এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ নুরুন্নাহার ফাতেমা বেগম। সেমিনার পরবর্তী হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ নুরুন্নাহার ফাতেমা বেগম ও তার টিমকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) আজিজ মোঃ নাজিম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডাঃ কামরুন নেসা রুনা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর ওয়াজির আহমেদ, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাঃ মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ সিরাজুন নুর রোজী, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডাঃ দিদারুল আলম, টিমের সদস্য, ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট লেঃ কর্নেল ডাঃ আশফাক ও লেঃ কর্নেল ডাঃ নাজমুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সংবর্ধিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ নুরুন্নাহার ফাতেমা বেগম বলেন, শিশুদের ইন্টারভেনশনাল প্রসিডিউর খুবই বিশেষায়িত একটি চিকিৎসা সেবা। অনেক প্রতিক‚লতার সাথে আমরা বাংলাদেশে এই চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছি। এ ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সর্বাত্বক ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ। এই চিকিৎসা সেবা কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি করার জন্য আমি এবং আমার টিম সর্বাত্বক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আমাদের কাজ করার সুযোগ করে দেয়ার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারী পর্যায়ে একটি বিশাল হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। এই হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম ও সেবার পরিধি দেখে আমি খুবই অভিভূত। একদিন এটি দেশের অন্যতম শীর্ষ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, আপনারা আমাকে এবং আমার টিমকে যে সম্মান দেখিয়েছেন এতে আমরা খুবই অভিভূত। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান সংবর্ধিত অতিথি  ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ নুরুন্নাহার ফাতেমা বেগম ও তার টিমকে এই হাসপাতালে দিনব্যাপী এই বিশেষায়িত চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অন্তত ২ মাস পর পর এখানে এই ধরনের একটি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য তাকে অনুরোধ করেন। মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে এই ব্যাপারে সর্বাত্বক সহেযোগীতা করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডাঃ জালাল উদ্দিন, এনেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ অলক নন্দী, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক রজত শংকর রায় বিশ্বাস, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী ও বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফাহিম হাসান রেজা ও সামগ্রিক বিষয়টি সমন্বয় করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফারাহ চৌধুরী।

শেয়ার করুন