শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীর ৪৪ টি ওয়ার্ডে সদস্য সংগ্রহ নবায়ন ও কর্মী সভা সম্পন্ন করেছে নগর স্বেচ্ছাসেবক লীগ

 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর ।

নগরীর ৪৪ টি ওয়ার্ডে সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সভা সম্পন্ন করেছে বাংলাদেশ আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর।

৩০ নভেম্বর বুধবার নগরীর পতেঙ্গা সৈকত কমিউনিটি সেন্টারে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজাদ খান অভির সভাপতিত্বে ৩৯,৪০ ও ৪১ ওয়ার্ডের সদস্য সংগ্রহ নবায়ন ও কর্মী সভার মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি দেবাশীষ নাথ দেবু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ মহানগরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি হেলাল উদ্দিন, এডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন,আজিজ মিসির,আব্দুর রশীদ লোকমান,মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য,প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু প্রমুখ।
অনুষ্ঠানে উল্লিখিত ওয়ার্ড থেকে হাজার হাজার নেতার কর্মীরা মিছিল আর জয়বাংলার স্লোগান দিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন সমগ্র বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।
চট্টগ্রামের উন্নয়নের কান্ডারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়িত্ব নিয়েছিলেন। কার্যত তিনি কথা দিয়ে কথায় রেখছেন। দৃশ্যত উন্নয়ন এলিভেটেড এক্সপ্রেস, রিং রোড ও বঙ্গবন্ধু টানেল।

দীর্ঘ ১০ বছর পর আগামী ৪ ঠা ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন তাই জনসমাবেশকে সফল করার লক্ষ্যে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন  স্বাধীনতা দিবস উপলক্ষে " ওয়াসিমের" নেতৃত্বে বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকন্ঠে মোমবাতি প্রজ্জ্বলন
শেয়ার করুন