রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মানদৌস-কোথায় আঘাত হানবে?

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মানদৌস শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

তবে ঘূর্ণিঝড়টি গতিপথ পরিবর্তন না করলে এটি বাংলাদেশে আঘাত হানার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় মানদৌস বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিল নাড়ু প্রদেশের উত্তরে এবং অন্ধ্র প্রদেশের দক্ষিণে আঘাত আনতে পারে।

তিনি জানান, তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে আজও ২ নম্বর দূরবর্তী হঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন  যেকোন দুর্যোগ বা ঝড়-বৃষ্টির সময়ে যে দোয়া পড়বেন
শেয়ার করুন