নিজস্ব প্রতিবেদক।।
মধ্যরাতে বাসা থেকে উঠিয়ে নেওয়ার পর পুলিশের উপর হামলা ও মামলায় গ্রেপ্তার দেখানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে মিন্টো রোডের কার্যালয় থেকে দুটি মাইক্রোবাসে করে তাঁদের ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ।
গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার প্রায় ১২ ঘণ্টা পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ।
আজ দুপুর ২টার পর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের হারুন বলেন, ‘নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
সংবাদটির পাঠক সংখ্যা : ৫