শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

 কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও নবাগত এলোটিদের বরণ করলেন সম্প্রীতি পরিষদ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।
সম্প্রীতি পরিষদ, জাম্বুরীমাঠ সরকারি (বহুতলা) কলোনি, আগ্রাবাদ, চট্টগ্রাম এর উদ্যোগে কলোনিতে বসবাসরত এসএসসি ২০২২ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবাগত এলোটিদের বরণ অনুষ্ঠান ১৩ ডিসেম্বর,২০২২ খি. তারিখ কলোনিস্থ কলকাকলি উচ্চ বিদ্যালয় অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। সম্প্রীতি পরিষদের সভাপতি মো: জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লেখক নুরুল মুহাম্মদ কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও কলকাকলি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল হোসেন।  প্রধান আলোচক ছিলেন মো: রফিকুল আলম, প্রধান শিক্ষক, কলকাকলি উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সম্প্রীতি পরিষদের উপদেষ্ঠা ও কলোনি এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী দীন মোহাম্মদ, সম্প্রীতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর সিকদার, উপদেষ্ঠা, গোলাম মহিউদ্দিন মাস্টার, জনাব মো: আমিনুল ইসলাম চৌধুরী, সম্প্রীতি পরিষদের উপদেষ্ঠা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ.সম্পাদক কালাচাঁদ ভট্টাচর্য্য সীমান্ত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কমিটির অর্থ উপ সম্পাদক ও কলকাকলি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির  শিক্ষানুরাগী সদস্য মো: আবু হানিফ রিয়াদ, সম্প্রীতি পরিষদের সহসভাপতি জনাব মো: সাহাব উদ্দিন, সম্প্রীতি পরিষদের সহসভাপতি ও কলকাকলি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর আলম, সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক ও কলোনি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমাজকর্মী মো: আবদুল আজিজ, যুগ্ন সম্পাদক, জনাব মো: কবির উদ্দিন সরদার, উপ-সম্পাদক সম্পাদক মো: মিজানুর রহমান প্রমুখ।
নবাগত এলোটিদের পক্ষে বক্তব্য রাখের মো: ইমাম হোসেন , সজিব দে ও সুদিপ কুমার চক্রবর্তী ও কৃতি শিক্ষাথীদের বক্তব্য রাখেন শাহরিয়ার ইসলাম তানিম, আমিত শর্মা ইকন,  প্রিয়া আক্তার ।
সভায় অথিতিবৃন্দ বলেন; শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ফলাফলের মান উন্নয়ন করা সম্ভব । আজকের মেধাবীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ কর্ণধার। একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হতে পড়াশোনার পাশাপশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
সম্প্রতি পরিষদের নেতৃবৃন্দ বলেন সম্প্রীতি পরিষদ একটি সুহৃদ সংগঠন। এ সংগঠন কলোনীর শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম করেছেন, যা সর্বমহলে  প্রশংসিত হয়েছে।
সভায় সম্প্রীতি পরিষদের প্রচার সম্পাদক ফিরোজ উদ্দিন ইবনে রউফ, অর্থ সম্পাদক মো: আহসান হাবিব সরকার, দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম সরকার, সমাজ কল্যান সম্পাদক মো: আল আমিন রুবেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মো: তানভীর হায়দার ক্রীড়া সম্পাদক, মো: তারেকুল ইসলাম এবং নির্বাহী সদস্য মো: আবদুল মতিন, মো: সফিকুল ইসলাম, মো: ছিদ্দিকুর রহমান, জীবন দাশ,  মো: ফিরোজ হোসেন, পংকজ সূত্রধর ও মো: আজাদুর রহমান শিক্ষাথীদেরকে অভিনন্দন পত্র প্রদান করেন।
শেয়ার করুন