শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বিশিষ্ট শ্রমিক নেতা শামসুল আলম নেই

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর ।।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা শামসুল আলম ২.৩০ মি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
নগরীর ৩৬ নং ওয়ার্ড মধ্যম গোহাইল ডাঙ্গা হাজী খলিল মিস্ত্রির বাড়ির মরহুম আব্দুল মালেকের প্রথম পুত্র মোঃ শামসুল আলম আজ মঙ্গলবার ২.৩০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় সন্তান তারিকুল ইসলাম তানভির।
শামসুল আলমের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শোকের ছায়া নামে আসে তাঁর নিজ এলাকাসহ শুভাকাঙ্ক্ষীদের মাঝে ।
স্বদালাপি মিষ্টি বাসি শামসুল আলম বর্ণাঢ্য জীবনে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন ।
বিশেষ করে চট্টগ্রাম বন্দর সিবিএ এর শ্রমিক দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএনপির আন্দোলন সংগ্রামে সম্মুখ শারীর একজন নেতা হিসেবে মাঠে ময়দানে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রথম সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী ও ডাক্তার পারভেজ ইকবাল শরীফ। জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি সৈয়দ আজিজ নাজিমুদ্দিন ও ডাক্তার কামরুন্নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল্লাহ, কার্যকরী পরিষদের সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়া, মোঃ আলমগীর পারভেজ, ডাক্তার কামরুল নেসা রুনা, মোঃ ছগির, ডাক্তার ফজল করিম বাবুল, মোঃ:শহীদুল্লাহ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ এস এম মুস্তাক আহমেদ, উপ অধ্যক্ষ ডাক্তার অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক, উপপরিচালক প্রশাসন মোঃ মোশারফ হোসেন ও উপপরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ডাক্তারবৃন্দ।
স্থানীয় সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু ও বর্তমান কাউন্সিলর মোর্শেদুল আলম।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর স্ত্রী এক ছেলে দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে পরপারে পাড়ে জমালেন শামসুল আলম।
আজ রাত ৮ টা ৩০ মিনিটে ওয়ারিশ সওদাগর জামে মসজিদের মরহুমের নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শেয়ার করুন