রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতি পুলিশ পদকে মনোনীত হয়েছেন ওসি কামাল উদ্দিন

 

মুহাম্মদ মহিউদ্দিন ।।

রাষ্ট্রপতি পুলিশ পদকে ( পিপিএম) সাহসিকতায় মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ: কামাল উদ্দিন।

বার্ষিক পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩ ইং)। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকেই আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পদক পরিয়ে দিবেন বলে থানা সূত্রে জানা যায় ‌।

এবারের পুলিশ সপ্তাহে ১১৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে।

মঙ্গলবার ২৮ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ( আইজিপি) স্বাক্ষরিত পিপিএম পদক প্রাপ্তির নির্বাচিত হয়েছে মর্মে বাঁশখালী থানার অফিস ইনচার্জ ওসি মোঃ: কামাল উদ্দিনকে একটি পত্র প্রদান করা হয়।

২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত হতে যাচ্ছেন তিনি।

ইতিপূর্বে ওসি কামাল উদ্দিন বাঁশখালী থানায় ১৩ অক্টোবর ২১ ইং যোগদান কাল থেকে শুরু করে অদ্যবদি সময়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূলের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানাবিধ কর্মকাণ্ডের কাজের স্বীকৃতি স্বরূপ পর পর তিনবার শ্রেষ্ঠ ওসি হিসেবে পদকে ভূষিত হয়েছিলেন।

বিশেষ করে কোন প্রকার সংঘাত বিহীন ইউপি নির্বাচন ও পৌর নির্বাচনে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে বেশ প্রশংসা ও কুড়িয়েছেন তিনি।

বাংলাদেশ পুলিশের রাষ্ট্রপতি পুলিশ পদকে সম্মানিত হওয়ার গৌরব অর্জনে বাঁশখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি ওসি কামাল উদ্দিন। সমগ্র বাঁশখালীর আপামর জনসাধারণ ন্যায় নীতিপরায়ণ কাজ করতে সুযোগ করে দেওয়ায় মুলত তাঁর এই অর্জন বলে মনে করেন তিনি। এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও জ্ঞাপন করেন।

কামাল উদ্দিন বলেন ,বাংলাদেশ পুলিশের এমন সম্মানজনক পদক অর্জন নিঃসন্দেহে আনন্দের ও গৌরবের। আগামীতে মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহ উদ্দীপনায় দায়িত্ব আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছি বলে তিনি মনে করেন। ভবিষ্যতে সততা নিষ্ঠা এবং দক্ষতার সহিত পুলিশ বাহিনীর মান সম্মান অক্ষুন্ন রেখেই যেন দায়িত্ব পালন করতে পারেন সেই জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আরও পড়ুন  বাঁশখালীর ওসি কামাল উদ্দিনের হ্যাটট্রিক

উল্লেখ্য প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন। যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাঁদের নামের শেষে পিপিএম (বার) উপাধি যুক্ত হয়।

 

শেয়ার করুন