রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে নাবির ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপির নাবির এলপিজি ফিলিং স্টেশনের সামনে ও শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউপির পাগল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলাদাভাবে ৪ শতাধিক গরীর অসহায় শীতার্ত নারীপূরুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে নাবির ফাউন্ডেশনের উদ্যোগে আলাদাভাবে দুটি স্থানে এ কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউকে প্রবাসী ফরিদ নাবির।
এ সময় উপস্থিত ছিলেন নাবির ফাউন্ডেশনের পরিচালক মো. দিলোয়ার হোসেন,বিশিষ্ঠ সমাজসেবক সিদ্দিকুর রহমান তালুকদার,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,ইউকে প্রবাসী মো. মনসুর আলী,পশ্চিম পাগলা ইউপি সদস্য রনজিৎ সূত্রধর,সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী ও সাংবাদিক ইয়াকুব শাহারিয়ার ও আক্তার হোসেন প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউকে প্রবাসী ফরিদ নাবির বলেছেন,পোষ ও মাঘ মাসে আমাদের হাওরের জেলায় প্রচন্ড শীত পড়ে দেখেই সাধ্যমতো সমাজের অসহায় ও গরীব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কৃষিবান্ধব এবং হাওরবাসীর কল্যাণে তার সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। তাই সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

 

আরও পড়ুন  বন্দর নগরীর ৩৭নং মুনির নগর ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ
শেয়ার করুন