শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার উদ্যোগে  শীত বস্ত্র বিতরণ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর ।।
রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার উদ্যোগে  ২২ জানুয়ারি  ফতেহাবাদ সন্দ্বীপ সদ্বীপ কলোনীতে অসহায় ও দুঃস্থ মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মোশারফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ জাফর আলম চৌধুরী। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব চিটাগং সাগরিকার প্রাক্তন সভাপতি রোটারিয়ান মোঃ মনিরুজ্জামান, পিপি নুর মোহাম্মদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট আজিজুল ইসলাম বাবুল, ক্লাব সেক্রেটারী মাইফুল আক্তার, প্রাক্তন সেক্রেটারী মনোয়ার জাহান বেগম, প্রাক্তন সেক্রেটারী ইমতিয়াজ হোসেন সোহেল ও ক্লাব মেম্বার রোটারিয়ান এডভোকেট আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি জনাব জাফর আলম চৌধুরী রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকা নেতৃবৃন্দকে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রোটারী নেতৃবৃন্দ বলেন, রোটারী একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। বিশ্বব্যাপী রোটারীয়ানরা মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশেও রোটারিয়ানরা মানবতার জন্য কাজ করছেন। তারই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকা আজ এখানে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই এলাকার মানুষের জন্য বিশেষ করে এখানকার মাদ্রাসা এবং ছাত্র-ছাত্রীদের জন্য  রোটারীর পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে মর্মে নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার সদস্য এডভোকেট আসাদুজ্জামান খান। রোটারী নেতৃবৃন্দকে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে শীতকালীন সবজি উপহার দেয়া হয়।
শেয়ার করুন