শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর ।।
রবিবার ৫ ফেব্রুয়ারি ২০২৩খ্রি., চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় পুলিশ লাইন্স সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ।
অফিসার-ফোর্সের জানুয়ারি-২০২৩ মাসের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসারদের বিশেষ সম্মাননা স্মারক, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন পুলিশ সুপার ।
জানুয়ারি-২০২৩ মাসের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করা কর্মকর্তাগণ হলেন
অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোঃ শিবলী নোমান শ্রেষ্ঠ সার্কেল অফিসার,
বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (নি.) মোঃ কামাল উদ্দিন পিপিএম কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)-  (নি.) আবু সাঈদ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, পটিয়া ট্রাফিকের টিআই তরুন কুমার চাকমা এবং শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, হাটহাজারী ট্রাফিক সার্জেন্ট মোঃ রহমত উল্লাহ শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার,ডিএসবি এসআই (নি.)মোহাম্মদ সাইফ উল্লাহ শ্রেষ্ঠ ডিএসবি অফিসার,
জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক (নি.) মোস্তাক আহম্মদ চৌধুরী এবং এসআই(নি.) গোলাম রাসেল পারভেজ শ্রেষ্ঠ ডিবি অফিসার,
বাঁশখালী থানা এসআই(নি.) মোঃ আজিমুল হক শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার,সীতাকুন্ড মডেল থানা এসআই(নি.) নির্মল ত্রিপুরা শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার, লোহাগাড়া থানা -এসআই(নি.) মাহফুজুর রহমান শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার,
রাউজান থানা এএসআই(নি.) সুজন কান্তি পাল
শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার,
বাঁশখালী থানা এএসআই(নি.) আব্দুল খালেক
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন