বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদ আনন্দমেলা ও লাকী কুপন ড্র অনুষ্ঠান 

 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।

নগরীর সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদ আনন্দমেলা ও লাকী কুপন ড্র অনুষ্ঠান ০৫ মে শুক্রবার, বিকেলে বে- শপিং সেন্টার মার্কেট সম্মুখ চত্বরে সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোরশেদুল আলম চৌধুরী তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন চসিক কাউন্সিলর গোলাম মো: চৌধুরী, সালেহ আহমেদ চৌধুরি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম ও যুবলীগ নেতা শাহিন আহমদ খান হিরু।
সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তাহের আমিন,যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ,অর্থ সম্পাদক মোঃ মুছা, সাংগঠনিক সম্পাদক মো: মিজান, ধর্মীয় ক্রীড়া সম্পাদক,আবুল কালাম,প্রচার সম্পাদক নেজাম উদ্দিন সেলিম ও কার্যকরী সদস্য জারগাম মেহেদী সহ হাজার হাজার দর্শক ও ক্রেতাদের উপস্থিতিতেই এবারের ঈদ আনন্দমেলা,বিক্রয় উৎসবের ১০১টি লাকী কুপন ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রথম পুরস্কার মোটরসাইকেল বিজয়ী নম্বরটি হচ্ছে ৪২৪৯০৫,২য় পুরস্কার রেফ্রিজারেটর, ২৩৫৪২৩, তৃতীয় পুরস্কার এলইডি টিভি-৫৯৯৫৩৭,চতুর্থ পুরস্কার মাইক্রোওভেন -৫৩২৪০,৫ম পরিষ্কার বাইসাইকেল-১২০১৮৪ ষষ্ঠ পুরস্কার ৫ টি সেলাই মেশিন- ৪৮৯৮৩৪,৪৯৩৬৫৪,৯৪৪৮৫,৩১৯৭৩,৫৪২৭০ ৭ম পুরস্কার ৫ টি স্ট্যান্ড ফ্যান -২৬৭৪৩৫,৬৯৮২৭,১২৬৮৭৬,৪৮৭৮৩১,৪০৯৭৯২, ৮ম পুরস্কার ৫ টি ডিনার সেট -৪৬২৫২১,২৭০০৪২,১৮১৪১৪,৫৬০৪৪৬,৫৩৪৯৯৭, ৯ম পুরস্কার ১০টি সিলিং ফ্যান-৫৬৯৮৫৮,৯৫৩৮০,৫৩৩৪৫৩,৩৪৫৭৬৮,৪০৫৫৭৬,৪০০০৯০,৫৫৩৯৮১,৩০১৬২২,৪৮০৫৩৪,৬২৪১২, এগার তম পুরস্কার ১০টি রাইস, কুকার-৫৬৪৬১১,১৫৮৮০৫,১২৬৫২১,২১২১৫৭,৩১৩১৩৫,৫৩৪৪৩৮,৩৬৩৮৬৮,৩৪৪৫৭২,৪১৭৪২১,৪৮২২০০, বার তম পুরস্কার দশটি প্রেসার কুকার -১৪৩৬১২,২০০২২২,১১৭৮৮৩,২৪১০৫৮,৫২১৪৪৬,২৮৫০৩৪,৫৬৮৯৮৮,৩২০৩৮৩,১৯২২৩০,৭২৩৪৭, তের তম পুরস্কার দশটি ব্লান্ডার-৪৯২৮০২,৪৮১৭৮৮,২৮৮৫৯,৪৮১৮৯৫,৪৯৩২৭৪,৫০৯৮৪৩,২২৭৫৮১,৫৪৫৭৬১,৩৩৮০৫৭,৪২৭৮২৬, ১৪ তম পুরস্কার দশটি আয়রন -৩৫৮৭৮৯,৩৩৪৪১১,৪৪০১৭৬,৪৫৯৪৩৪,৩৯৪৭৮৯,২৩৩৪২৫,২০৭১৭৪,৪০৮১৪৪,৪৮৬০৪১,২৫২৬০৫, পনের তম পুরস্কার একুশটি মোবাইল-৬২০০৪,২৯৪৯৪৯,১০১০০৮,৫০৭৯৫০,৫৪৬৫২১,৫০৫৬৮,৪৯৪২৪৬,৪৫১৫৪০,৪৪৯৬৫৩,৩২৩৩৭৭,২০৯২৮৮,৩৩৮৬৬০,৩৯৪২৬৬,৪৫১২৬৯,৩৫৪৮৩১,৩৮৫৮৩৬,৫৫৮২০৮,৩৪৮২৫২,৩৫০৮৫৩,১১১৮৪২,৪১৪৯৩৪,
বিজয়ের কুপনের মূলকপি ও বিজয়ের এক কপি ছবি সহ দাবি জানানোর সর্বশেষ সময় ১৯ মে শুক্রবার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৬ মে শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে ।

শেয়ার করুন